Ajker Patrika

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৭: ০৭
স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। 

আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী সখীপুর থানায় গিয়ে মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকার একটি গজারি বনে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), একই এলাকার অপর হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) ও সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্বামী-স্ত্রী একসঙ্গে কচুয়ার চাঁদের হাট এলাকায় ঘুরতে যান। বিকেল পৌনে ৬টার দিকে বাড়ি ফেরার পথে চাঁদের হাটের উত্তর পাশে সাত-আটজন যুবক তাঁদের দুজনকেই আটক করেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সেখান থেকে তাঁদের নির্জন একটি গজারি বনে নিয়ে স্বামীকে আটকে রাখেন। পরে তাঁরা ওই গৃহবধূকে ঘণ্টাব্যাপী ধর্ষণ করেন। 

স্বামীর চিৎকারে স্থানীয় কয়েকজন তাঁদের উদ্ধার করে সখীপুর পৌরশহরে যেতে সহায়তা করেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ইতিমধ্যে এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইলে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত