Ajker Patrika

পরীমণি ও অন্যরা রিমান্ডে চয়নিকার নাম বলেছেন: ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২: ৪৭
পরীমণি ও অন্যরা রিমান্ডে চয়নিকার নাম বলেছেন: ডিবির হারুন

মাদক মামলায় গ্রেপ্তার অভিনেত্রী পরীমণিসহ রিমান্ডে থাকা বেশির ভাগ আসামির বক্তব্যে নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম এসেছে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য চয়নিকাকে হেফাজতে নিয়েছে ডিবি।

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ আজকের পত্রিকাকে এ কথা জানান।

আজ শুক্রবার সন্ধ্যায় একটি টেলিভিশনের অনুষ্ঠানে ছিলেন চয়নিকা চৌধুরী। নিচেই অপেক্ষা করছিল পুলিশের একটি দল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

ডিবি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, তাঁকে (চয়নিকা চৌধুরী) জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। তবে প্রয়োজনে ডাকলে তিনি আবারও আসবেন। 

অপরদিকে, রাতে রাজধানীর গুলশান থেকে অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে ডিবি। তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) হারুন অর রশিদ।

এদিকে রিমান্ডে থাকা পরীমণির একটি মামলা, মডেল পিয়াসার বিরুদ্ধে তিনটি মামলা, মডেল মৌয়ের বিরুদ্ধে একটি, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলা এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পরীমণি ও রাজের দুটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত