Ajker Patrika

প্রতারণা মামলায় দলিল লেখক গ্রেপ্তার

প্রতারণা মামলায় দলিল লেখক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ভুয়া দলিল তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মামলায় শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কামরুজ্জামান আজমলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাঁকে আজ রোববার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা এলাকার স্বাধীন হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

কামরুজ্জামান আজমল (৪০) পৌর এলাকার লোহাগাছ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুয়া দলিল তৈরির ফলে প্রতারণার শিকার হয়ে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের তৌহিদ নামের এক ভুক্তভোগী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার কার্যক্রম শেষে দলিল লেখক কামরুজ্জামান আজমলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় অন্যান্য আসামিরা জামিনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

জমির কাগজপত্র যাচাই-বাছাই করেছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর। তিনি বলেন, ‘জমি কেনাবেচার আগে আমার কাছে ওই জমির কাগজপত্র নিয়ে আসে উভয় পক্ষ। সেখানে দেখা যায়, ২০০৯-১০ সালের দিকে হেবা দলিল মূলে মালিকানা অর্জন করে নামজারি জমা দিয়ে খাজনা পরিশোধ করেন কামরুন্নেছা মমতাজ নামের এক নারী। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রে নাম জটিলতা দেখে তাঁদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন নেওয়ার কথা বলা হয়। কিন্তু কামরুন্নেছা মমতাজ তাঁর মায়ের মৃত্যুর পরও জীবিত দেখিয়ে আরেকটি দলিল তৈরি করেন। যেটি নিয়ে মামলা চলছে। 

শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শাহজাহান মণ্ডল বলেন, আসলে একটি দলিল তৈরিতে দাতা ও গ্রহীতার ভূমিকায় মুখ্য। সেখানে দলিল ভুল বা ভুয়া হওয়ার বিষয় লেখকেরা তেমনভাবে জড়িত থাকে না। তারপরও কেউ যদি ভুয়া দলিল তৈরি করে প্রতারণা করে এবং তা যদি আইনের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই দলিল লেখক সমিতির পক্ষ থেকেও শাস্তির ব্যবস্থা করা হবে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী আদালতে সি আর মামলা দায়েরের পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর গতকাল শনিবার রাতে কামরুজ্জামান আজমলকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত