Ajker Patrika

ভুয়া বিশ্ববিদ্যালয় খুলে প্রতারণা: উপাচার্যসহ ছয়জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুয়া বিশ্ববিদ্যালয় খুলে প্রতারণা: উপাচার্যসহ ছয়জন রিমান্ডে

প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির নামে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. সাইদুর রহমানসহ গ্রেপ্তার ছয়জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন। 

উপাচার্যের অন্য পাঁচজন সহকারী হলেন নুরুল হক সরকার ওরফে শেখ মনি সরকার, মোয়াজ্জেম হোসেন, ডা. মো. সাইদুর রহমান ওরফে নজরুল, মাহফুজুর রহমান মাহফুজ, ডা. মো. আমান উল্লাহ ও দেবাশীষ কুণ্ডু। 

আসামি সাইদুর রহমান ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি’, ‘পিস ব্লেন্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ ও ‘পিস ল্যান্ড ইউনিভার্সিটি’ নামে ৩টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 
 
এ সময় আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মালিবাগের প্যারামাউন্ট টাওয়ারে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে অসংখ্য জাল সনদপত্র, জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। 

এ ছাড়া ৪টি বিভিন্ন ব্যাংকের চেক, ভুয়া সনদ দেওয়ার বিজ্ঞাপনের পেপার কাটিং ও লিফলেট, প্রেসক্রিপশন, অসংখ্য ভিজিটিং কার্ড, নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের কপি ও একটি সিপিইউ, একটি মনিটর, একটি কিবোর্ড ও একটি প্রিন্টারও জব্দ করা হয়েছে। 

মামলার সূত্রে জানা যায়, চক্রটি প্রায় দুই দশক ধরে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির নামে ভুয়া সার্টিফিকেট বিক্রির ব্যবসা করে আসছিল। প্রতারণার কাজে তারা ভুয়া ওয়েবসাইট, বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া আদেশ ও হাইকোর্টের জাল রিট আদেশ প্রদর্শন করে। তাঁরা এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ইঞ্জিনিয়ারিং, অ্যাডভোকেট শিপসহ ১৪৪টি বিষয়ের ওপরে অসংখ্য ভুয়া সার্টিফিকেট দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। 
 
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে ডিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত