Ajker Patrika

দুদকের সহকারী পরিচালক মশিউরকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুদকের সহকারী পরিচালক মশিউরকে হাইকোর্টে তলব

গ্রাহকের ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমানকে তলব করেছেন হাইকোর্ট।

গ্রাহক আবদুল মমিনের করা রিভিশনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। 

দুদকের নোয়াখালী সমন্বতি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমানকে আগামী ৭ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, আরব বাংলাদেশ (এবি) ব্যাংক চৌমুহনী শাখার গ্রাহক আবদুল মমিনের ৩ কোটি ১৮ লাখ ২০ হাজার ৪০০ টাকা অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে স্থানান্তর করে আত্মসাত করা হয়। বিষয়টি নিয়ে তিনি দুদকে অভিযোগ দিলে অনুসন্ধান করে ব্যাংকের কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, তপনকান্তী পোদ্দার, মো. নাজিম উদ্দিন, মো. হানিফের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা না করে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেন দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমান।

ওই ঘটনায় গ্রাহক আবদুল মমিন নোয়াখালীর বিশেষ জজ আদালতে মামলা করতে গেলেও অনুসন্ধানকারী কর্মকর্তা লিখিত আপত্তি দাখিল করেন। এই কারণে মমিন হাইকোর্টে রিভিশন আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মশিউর রহমানকে আসতে বললেও তিনি সাড়া দেননি। এরপরই আদালত তাঁকে তলব করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত