Ajker Patrika

রংপুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২৩: ১৩
রংপুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

রংপুরে রেজাউল করিম (২৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার দুপুরে রাজধানী উত্তরার দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড থেকে আসামি মোশারফ হোসেন ওরফে নয়নকে (৪২) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি মোশারফ হোসেন ওরফে নয়ন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আব্দুস সামাদের ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১–এর সিনিয়র সহকারী পুলিশ (মিডিয়া) মো. পারভেজ রানা জানান, ভুক্তভোগী রেজাউল করিম এবং আসামি মো. মোশারফ হোসেন ওরফে নয়ন একই ওষুধ কোম্পানিতে চাকরির করতেন। সেই সুবাদে তাঁদের মধ্যে আর্থিক লেনদেন হয় এবং সেটি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে ২০০৯ সালের ৯ ডিসেম্বর আসামি নয়ন এবং তাঁর সহযোগী কসাই ওরফে শফিক মিলে চাপাতি দিয়ে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় রেজাউল করিমের স্ত্রী বাদী হয়ে রংপুরের বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মোশারফ হোসেন নয়ন ও কসাই ওরফে শফিকের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পরে ২০১৯ সালে ওই মামলার রায়ে দুজনকেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। 

এএসপি পারভেজ রানা জানান, রায়ের পরপরই মোশারফ হোসেন পালিয়ে ভারতে চলে যান। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর তিনি দু-তিন মাস আগে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত