Ajker Patrika

ছিনতাইয়ের অভিযোগে বিএনপির ৫ কর্মী গ্রেপ্তার: ডিবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাইয়ের অভিযোগে বিএনপির ৫ কর্মী গ্রেপ্তার: ডিবি 

বিএনপির বরিশাল বিভাগের সমাবেশ থেকে ফেরার পথে ছিনতাই করার অভিযোগে পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন—মো. হারুন ওরফে আনিছুজ্জামান (৪৫), মো. হারুন-অর-রশিদ (৩৯), মো. সোহেল (৩২), মো. এনামুল হক (৩৮) এবং মো. নূর ইসলাম (৩২)। গ্রেপ্তারদের সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ বলেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিএনপির বিভাগীয় সমাবেশে ঢাকা থেকে কিছু কর্মী যায়। তারা সবাই বিএনপি করেন। সমাবেশ থেকে ফেরার পথে তারা ছিনতাই করে। এমন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বরিশাল সমাবেশ থেকে ফিরছিল। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা জানিয়েছেন, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’

ছিনতাই করার বিষয়ে তারা জানান, ‘সমাবেশ থেকে ফেরার পথে তাদের টাকার প্রয়োজন সে জন্য তারা ছিনতাই করতে করতে আসেন।’

তাদের কোনো পদপদবি আছে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, ‘না তাদের পদপদবি নেই। তবে তারা বিএনপির কর্মী। তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করেছিল।’

হারুন আরও বলেন, আমরা তাদেরকে গ্রেপ্তারের পর যখন শুনলাম তোমরা কোথায় গিয়েছিল? তখন তারা জানায়, তারা বরিশাল বিএনপির সমাবেশে গিয়েছিল। টাকার দরকার হলে আমরা এসব কাজ করি।’ 

মোবাইলগুলো কোথা থেকে চুরি বা ছিনতাই করেছে এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘আমরা তাদেরকে রিমান্ডে আনব। তারপর জানব, টোটাল ছিনতাই তারা ঢাকায় করেছে, নাকি বিএনপির সমাবেশ থেকে করেছে।’

এর আগে বরিশালে বিএনপির ছয় কর্মী ছিনতাইয়ের অভিযোগে টাকাসহ গ্রেপ্তার হয়। তাদের সঙ্গে ঢাকায় গ্রেপ্তারের পাঁচজনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না-জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘এখনই তা বলতে পারছি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

যেখানে মিলেছে ‘কামসূত্র’ নির্মাতা মীরা নায়ার ও তাঁর পুত্র মামদানির সংগ্রাম

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত