নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির বরিশাল বিভাগের সমাবেশ থেকে ফেরার পথে ছিনতাই করার অভিযোগে পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—মো. হারুন ওরফে আনিছুজ্জামান (৪৫), মো. হারুন-অর-রশিদ (৩৯), মো. সোহেল (৩২), মো. এনামুল হক (৩৮) এবং মো. নূর ইসলাম (৩২)। গ্রেপ্তারদের সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়।
হারুন অর রশীদ বলেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিএনপির বিভাগীয় সমাবেশে ঢাকা থেকে কিছু কর্মী যায়। তারা সবাই বিএনপি করেন। সমাবেশ থেকে ফেরার পথে তারা ছিনতাই করে। এমন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বরিশাল সমাবেশ থেকে ফিরছিল। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা জানিয়েছেন, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’
ছিনতাই করার বিষয়ে তারা জানান, ‘সমাবেশ থেকে ফেরার পথে তাদের টাকার প্রয়োজন সে জন্য তারা ছিনতাই করতে করতে আসেন।’
তাদের কোনো পদপদবি আছে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, ‘না তাদের পদপদবি নেই। তবে তারা বিএনপির কর্মী। তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করেছিল।’
হারুন আরও বলেন, আমরা তাদেরকে গ্রেপ্তারের পর যখন শুনলাম তোমরা কোথায় গিয়েছিল? তখন তারা জানায়, তারা বরিশাল বিএনপির সমাবেশে গিয়েছিল। টাকার দরকার হলে আমরা এসব কাজ করি।’
মোবাইলগুলো কোথা থেকে চুরি বা ছিনতাই করেছে এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘আমরা তাদেরকে রিমান্ডে আনব। তারপর জানব, টোটাল ছিনতাই তারা ঢাকায় করেছে, নাকি বিএনপির সমাবেশ থেকে করেছে।’
এর আগে বরিশালে বিএনপির ছয় কর্মী ছিনতাইয়ের অভিযোগে টাকাসহ গ্রেপ্তার হয়। তাদের সঙ্গে ঢাকায় গ্রেপ্তারের পাঁচজনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না-জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘এখনই তা বলতে পারছি না।’
বিএনপির বরিশাল বিভাগের সমাবেশ থেকে ফেরার পথে ছিনতাই করার অভিযোগে পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—মো. হারুন ওরফে আনিছুজ্জামান (৪৫), মো. হারুন-অর-রশিদ (৩৯), মো. সোহেল (৩২), মো. এনামুল হক (৩৮) এবং মো. নূর ইসলাম (৩২)। গ্রেপ্তারদের সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়।
হারুন অর রশীদ বলেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিএনপির বিভাগীয় সমাবেশে ঢাকা থেকে কিছু কর্মী যায়। তারা সবাই বিএনপি করেন। সমাবেশ থেকে ফেরার পথে তারা ছিনতাই করে। এমন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বরিশাল সমাবেশ থেকে ফিরছিল। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা জানিয়েছেন, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’
ছিনতাই করার বিষয়ে তারা জানান, ‘সমাবেশ থেকে ফেরার পথে তাদের টাকার প্রয়োজন সে জন্য তারা ছিনতাই করতে করতে আসেন।’
তাদের কোনো পদপদবি আছে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, ‘না তাদের পদপদবি নেই। তবে তারা বিএনপির কর্মী। তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করেছিল।’
হারুন আরও বলেন, আমরা তাদেরকে গ্রেপ্তারের পর যখন শুনলাম তোমরা কোথায় গিয়েছিল? তখন তারা জানায়, তারা বরিশাল বিএনপির সমাবেশে গিয়েছিল। টাকার দরকার হলে আমরা এসব কাজ করি।’
মোবাইলগুলো কোথা থেকে চুরি বা ছিনতাই করেছে এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘আমরা তাদেরকে রিমান্ডে আনব। তারপর জানব, টোটাল ছিনতাই তারা ঢাকায় করেছে, নাকি বিএনপির সমাবেশ থেকে করেছে।’
এর আগে বরিশালে বিএনপির ছয় কর্মী ছিনতাইয়ের অভিযোগে টাকাসহ গ্রেপ্তার হয়। তাদের সঙ্গে ঢাকায় গ্রেপ্তারের পাঁচজনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না-জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘এখনই তা বলতে পারছি না।’
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে একটি হত্যা মামলায় আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইকবাল বাহারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহিনুর বেগম নিহত হওয়ার ঘটনায় করা মামলায়...
৭ দিন আগে১৩৩৭ সালের এক মে সন্ধ্যায়, লন্ডনের ওল্ড সেন্ট পল’স ক্যাথেড্রালের সামনে রক্তাক্ত এক হত্যাকাণ্ড ঘটে। জন ফোর্ড নামের এক ধর্মযাজককে একদল লোক ঘিরে ধরে কানের কাছে ও পেটে ছুরি মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
১০ দিন আগেশাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হয়েছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় ইউটিউবার টিপু সুলতানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ।
১০ দিন আগেপুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে আরও ১ হাজার ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪৮ এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৩২ জন।
১৭ দিন আগে