Ajker Patrika

শিশু ফরহাদ হত্যা: ৭ আসামিকে হাইকোর্টের খালাসের রায় আপিল বিভাগে স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশু ফরহাদ হত্যা: ৭ আসামিকে হাইকোর্টের খালাসের রায় আপিল বিভাগে স্থগিত

শিশু ফরহাদ (৮) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় এবং যাবজ্জীবন প্রাপ্ত এক আসামিকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে ময়মনসিংহের মুক্তাগাছার খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর শিশুপুত্রকে ২০১০ সালের ৪ মে হত্যা করে মরদেহ গর্তে লুকিয়ে রাখা হয়। ঘটনার তিনদিন পর ফরহাদের গলিত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

ওই ঘটনায় আইয়ুব আলী সাতজনের নামে হত্যা মামলা করেন। তদন্ত করে সাত আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ওই মামলায় ২০১৫ সালের ৯ নভেম্বর রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে মুক্তাগাছার আব্দুল কুদ্দুস ও তার ছেলে সাহেব আলী, ইব্রাহিম ও তার ছেলে জুয়েল, আব্দুল মজিদ মধু এবং মোন্তাজ আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর কমলা খাতুনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে গত ১১ নভেম্বর আসামিদের খালাস দেন হাইকোর্ট। পরে খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত