সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে দিন-দুপুরে একটি বাড়িতে ডাকাতির সময় হাতে নাতে দুজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি বটতলার এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম শেখের শিরিন ভিলা নামে ৫ তলা বাড়ির ৩ তলায় এই ঘটনা ঘটে। স্ত্রী শিরিন আক্তার ও ছেলে মেয়ে সহ ৩ তলায় বসবাস করতেন।
আটককৃতরা হলেন—গোপালগঞ্জ কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১)। বর্তমানে তিনি জামগড়া বসবাস করেন। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া গ্রামের মৃত কাশেম মিয়া ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বসবাস করতেন।
স্থানীয়রা বলছে, ‘হঠাৎ করে মোছলেম শেখের বাড়িতে ডাক চিৎকার শুনে আমরা এগিয়ে যাই। এ সময় পিস্তল হাতে দুজন তাড়াহুড়া বের হতে চাইছিল। আমাদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। আমরা বাধা দিলে হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা সবাই একত্র হয়ে তাদের ধরে ফেলি। উত্তেজিত জনতা পরে তাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ও দুজনকে তাদের হাতে সোপর্দ করা হয়।’
ভুক্তভোগীর মেয়ে মুনমুন আক্তার মুন্নী বলেন, ‘আমার মা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়িতে আসেন। একটু পরেই একজন দরজার বেল বাজায়। মা দরজা খুলতে গেলে তাদের একজন কুরিয়ার সার্ভিসের লোক পরিচয়ে দিয়ে জানায়, কুয়েত থেকে কুরিয়ার এসেছে। মা বলে-আমার স্বামীর সাথে সকালেই কথা হয়েছে। এমন কিছু তো বলেনি। এটা বলতেই দুজন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় মায়ের মাথায় পিস্তল ধরে চুপ থাকার হুমকি দেয়। চিৎকার করলে মাথায় আঘাত করে। পাশের রুম থেকে ভাই উঠে আসলে তাকেও মারধর করে। এ সময় আমি বারান্দা দিয়ে চিৎকার করে লোকজন ডাকি। তখন তারা আমাকেও মারধর করে। পরে স্থানীয়রা এসে তাঁদের আটক করে।’
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, ‘আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ওই বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালায়। একটি রিভলবারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
সাভারের আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে দিন-দুপুরে একটি বাড়িতে ডাকাতির সময় হাতে নাতে দুজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি বটতলার এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম শেখের শিরিন ভিলা নামে ৫ তলা বাড়ির ৩ তলায় এই ঘটনা ঘটে। স্ত্রী শিরিন আক্তার ও ছেলে মেয়ে সহ ৩ তলায় বসবাস করতেন।
আটককৃতরা হলেন—গোপালগঞ্জ কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১)। বর্তমানে তিনি জামগড়া বসবাস করেন। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া গ্রামের মৃত কাশেম মিয়া ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বসবাস করতেন।
স্থানীয়রা বলছে, ‘হঠাৎ করে মোছলেম শেখের বাড়িতে ডাক চিৎকার শুনে আমরা এগিয়ে যাই। এ সময় পিস্তল হাতে দুজন তাড়াহুড়া বের হতে চাইছিল। আমাদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। আমরা বাধা দিলে হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা সবাই একত্র হয়ে তাদের ধরে ফেলি। উত্তেজিত জনতা পরে তাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ও দুজনকে তাদের হাতে সোপর্দ করা হয়।’
ভুক্তভোগীর মেয়ে মুনমুন আক্তার মুন্নী বলেন, ‘আমার মা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়িতে আসেন। একটু পরেই একজন দরজার বেল বাজায়। মা দরজা খুলতে গেলে তাদের একজন কুরিয়ার সার্ভিসের লোক পরিচয়ে দিয়ে জানায়, কুয়েত থেকে কুরিয়ার এসেছে। মা বলে-আমার স্বামীর সাথে সকালেই কথা হয়েছে। এমন কিছু তো বলেনি। এটা বলতেই দুজন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় মায়ের মাথায় পিস্তল ধরে চুপ থাকার হুমকি দেয়। চিৎকার করলে মাথায় আঘাত করে। পাশের রুম থেকে ভাই উঠে আসলে তাকেও মারধর করে। এ সময় আমি বারান্দা দিয়ে চিৎকার করে লোকজন ডাকি। তখন তারা আমাকেও মারধর করে। পরে স্থানীয়রা এসে তাঁদের আটক করে।’
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, ‘আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ওই বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালায়। একটি রিভলবারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫