Ajker Patrika

চলন্ত বাসে ছুরিকাঘাতে হত্যা: পাঁচ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০০: ১৭
চলন্ত বাসে ছুরিকাঘাতে হত্যা: পাঁচ আসামি কারাগারে

রাজধানীর আসাদগেটে চলন্ত বাসে রাব্বি হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিরা হলেন জিতু, জসিম, মোস্তফা, জুবায়ের ও রাব্বি। দুই দিনের রিমান্ড শেষে তাঁদের তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করেন। কারাগারে আটক রাখার প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়। বুধবার এই পাঁচজনসহ সাতজনকে আদালতে পাঠানো হয়। ওই দিন ফারুক নামে এক আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হয়। 

গাজীপুরে টিকটকারদের পুল পার্টি শেষে ঢাকায় ফেরার পথে রাত আটটার দিকে রাজধানীর আসাদগেটে বাস পৌঁছানোর পর গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি পরে হাতাহাতি হয়। সিনিয়র গ্রুপের রাব্বি ছুরি নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে যান। জুনিয়ররা চাকুটি কেড়ে নিয়ে তাকেসহ আরেকজনকে ছুরিকাঘাতে আহত করে। পরে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে মারা যান। শাওন নামে আহত অন্যজনের অবস্থা স্থিতিশীল। 

এ ঘটনায় বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত