নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সহধর্মিণী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফোন করে জানানো হয়, নুহাশপল্লীর জন্য বিদেশ থেকে একটি ফান্ড এসেছে। যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। বড় অঙ্কের এ ফান্ডটি পেতে অর্থ মন্ত্রণালয়ের একজন উপ-সচিবের মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এই তথ্য যিনি শাওনকে দিয়েছেন তিনি নিজেকে সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া পরিচয় দিয়েছেন।
এমন পরিচয়ে ফোন পেয়ে মেহের আফরোজ শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে নিজেকে উপ-সচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা পাঠাতে বলা হয়।
শাওন সরল বিশ্বাসে টাকা দেওয়ার পর যখন তাঁর সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করেন তখন ওই প্রতারকের নম্বরটি তিনি বন্ধ পান। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মামলাটি তদন্ত করতে গিয়ে প্রতারক চক্রের সন্ধান পায়। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. রবিউল ইসলামকে (৪১) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশনকৃত চারটি সিমকার্ড জব্দ করে ডিবি।
বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানান অর্গানাইড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল হক।
এডিসি নাজমুল হক বলেন বিভিন্ন কৌশলে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নম্বর সংগ্রহ করে। পরবর্তীতে ওই নম্বরে কল করে নিজেকে বাংলাদেশের সরকারের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিসহ সংসদ সদস্যদের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধানের কাছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বিদেশি অনুদান এসেছে বলে জানায়। এরপর অনুদান পেতে হলে সরকারি ভ্যাট ট্যাক্স ও প্রসেসিং ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হবে বলে জানান। প্রতারক রবিউল ইসলাম ২০১৯ সাল থেকে এভাবে প্রতারণা করে আসছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পরে মোবাইল ফোন বন্ধ করে দিতে। দীর্ঘ দিন ধরে সমাজের বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল সে।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতারক রবিউল ইসলামের নামে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এ পর্যন্ত ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ দিকে অনলাইন ও মোবাইল ফোনে কারও পরিচয়ে কোনো ধরনের অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়ে নাজমুল হক বলেন, অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো লোভনীয় প্রস্তাবে সাড়া না দেওয়া। কোথাও লেনদেনের আগে তার সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করে লেনদেন করা উচিৎ।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সহধর্মিণী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফোন করে জানানো হয়, নুহাশপল্লীর জন্য বিদেশ থেকে একটি ফান্ড এসেছে। যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। বড় অঙ্কের এ ফান্ডটি পেতে অর্থ মন্ত্রণালয়ের একজন উপ-সচিবের মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এই তথ্য যিনি শাওনকে দিয়েছেন তিনি নিজেকে সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া পরিচয় দিয়েছেন।
এমন পরিচয়ে ফোন পেয়ে মেহের আফরোজ শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে নিজেকে উপ-সচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা পাঠাতে বলা হয়।
শাওন সরল বিশ্বাসে টাকা দেওয়ার পর যখন তাঁর সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করেন তখন ওই প্রতারকের নম্বরটি তিনি বন্ধ পান। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মামলাটি তদন্ত করতে গিয়ে প্রতারক চক্রের সন্ধান পায়। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. রবিউল ইসলামকে (৪১) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশনকৃত চারটি সিমকার্ড জব্দ করে ডিবি।
বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানান অর্গানাইড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল হক।
এডিসি নাজমুল হক বলেন বিভিন্ন কৌশলে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নম্বর সংগ্রহ করে। পরবর্তীতে ওই নম্বরে কল করে নিজেকে বাংলাদেশের সরকারের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিসহ সংসদ সদস্যদের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধানের কাছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বিদেশি অনুদান এসেছে বলে জানায়। এরপর অনুদান পেতে হলে সরকারি ভ্যাট ট্যাক্স ও প্রসেসিং ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হবে বলে জানান। প্রতারক রবিউল ইসলাম ২০১৯ সাল থেকে এভাবে প্রতারণা করে আসছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পরে মোবাইল ফোন বন্ধ করে দিতে। দীর্ঘ দিন ধরে সমাজের বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল সে।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতারক রবিউল ইসলামের নামে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এ পর্যন্ত ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ দিকে অনলাইন ও মোবাইল ফোনে কারও পরিচয়ে কোনো ধরনের অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়ে নাজমুল হক বলেন, অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো লোভনীয় প্রস্তাবে সাড়া না দেওয়া। কোথাও লেনদেনের আগে তার সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করে লেনদেন করা উচিৎ।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫