Ajker Patrika

মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড: পিবিআই

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১৮: ৩৯
মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড: পিবিআই

বেলাবতে নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। আজ রোববার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ব্যক্তিরা হলেন পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের শেখ বাড়ির গিয়াস উদ্দীন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৫), তাঁদের ছেলে রাব্বি শেখ (১৩) ও মেয়ে রাকিবা (৬)। গিয়াস উদ্দীন শেখ পেশায় একজন রংমিস্ত্রি। রহিমা বেগম পেশায় দরজি ছিলেন। 

প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শনিবার রাতে গাজীপুরের একটি উচ্চবিদ্যালয়ে রংমিস্ত্রির কাজ করার জন্য চলে যান গিয়াস উদ্দীন। রাতেই কে বা কারা ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন। তিনজনের মধ্যে রহিমা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে, ছেলে রাব্বি শেখ ও মেয়ে রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, পশ্চিম পাশের মাটির ঘরের মেঝেতে গৃহবধূর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাঁর কপাল ও পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ পাশের মাটির ঘরের খাটে পড়ে আছে দুই সন্তান রাব্বি ও রাকিবার মরদেহ। রাব্বি ও রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রহিমার দেবর নাসির শেখ বলেন, ‘আমাদের

চাচাতো ভাই রেণু শেখের সঙ্গে আমার ভাই গিয়াস উদ্দীন শেখের জমিসংক্রান্ত দ্বন্দ্ব ছিল। গতকাল আমার ভাইয়ের সঙ্গে গাছ কাটা নিয়ে রেণু শেখের কথা-কাটাকাটি হয়। তখন রেণু শেখ আমার ভাইয়ের বড় ধরনের ক্ষতি করবেন বলে হুমকিও দিয়েছেন। আমার ধারণা, সে-ই আমার ভাবি ও দুই সন্তানকে হত্যা করেছেন।’

রহিমার স্বামী গিয়াস উদ্দীন শেখ কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেশী রেণু শেখের সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। গতকাল আমি রংমিস্ত্রির কাজ করার জন্য গাজীপুরে ছিলাম। আমার ধারণা, রেণু শেখ ভাড়াটে লোক দিয়ে আমার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছেন।’ 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে পরিবারের অন্য সদস্যরা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘ঠিক কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।’ 

নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘এটি নিশ্চিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত