নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু রহস্য তদন্তে নামার পর শক্তিশালী মাদক এলএসডির (লিসারজিক অ্যাসিড ডাইইথিলামাইড) তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইকেডেলিক ড্রাগ হিসেবে পরিচিত এ মাদক। বিশেষ করে ত্রিশের দশকে প্রথম ল্যাবে তৈরি মাদকটি নিয়ে ষাটের দশকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক তোলপাড় হয়। মারাত্মক মতিভ্রম সৃষ্টিকারী এই মাদক নিষিদ্ধ করার দাবি ওঠে। দশকটির মাঝামাঝিতেই যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মাদকটি নিষিদ্ধ করা হয়।
এই ভয়ংকর মাদকের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। পুলিশ বলছে, হলিউডি সিনেমার মাধ্যমে এ দেশের মানুষ এ মাদকের সঙ্গে পরিচিত হলেও বাংলাদেশে এটির ব্যবহার সম্পর্কে আগে জানা যায়নি।
হাফিজুরের বন্ধুদের সঙ্গে কথা বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ জানতে পারে, তিনি এলএসডি নিয়েছিলেন।
এলএসডির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে তিনজনকে আটক করেছে ডিবি। তাঁরা হলেন সাদমান সাকিব, আসহাব ওয়াদুদ ও আদিব আশরাফ।
গোয়েন্দা পুলিশ জানায়, হাফিজুরের বন্ধুদের কাছ থেকে তথ্য নিয়ে প্রথমে সাদমান সাকিব রূপলকে ধানমন্ডি থেকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের বহিষ্কৃত ছাত্র। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য নিয়েই আদিব আশরাফ ও সাদমান সাদিককে আটক করে পুলিশ।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় একেকটি এলএসডি ব্লটের দাম তিন হাজার টাকা। তাদের কাছ থেকে ২০০ ব্লট উদ্ধার করা হয়েছে।
বিষয়টি গোয়েন্দা পুলিশের কাছে একেবারেই নতুন। এ বিষয়ে তারা আরও তদন্ত করছে। এ নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আজ বেলা ২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু রহস্য তদন্তে নামার পর শক্তিশালী মাদক এলএসডির (লিসারজিক অ্যাসিড ডাইইথিলামাইড) তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইকেডেলিক ড্রাগ হিসেবে পরিচিত এ মাদক। বিশেষ করে ত্রিশের দশকে প্রথম ল্যাবে তৈরি মাদকটি নিয়ে ষাটের দশকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক তোলপাড় হয়। মারাত্মক মতিভ্রম সৃষ্টিকারী এই মাদক নিষিদ্ধ করার দাবি ওঠে। দশকটির মাঝামাঝিতেই যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মাদকটি নিষিদ্ধ করা হয়।
এই ভয়ংকর মাদকের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। পুলিশ বলছে, হলিউডি সিনেমার মাধ্যমে এ দেশের মানুষ এ মাদকের সঙ্গে পরিচিত হলেও বাংলাদেশে এটির ব্যবহার সম্পর্কে আগে জানা যায়নি।
হাফিজুরের বন্ধুদের সঙ্গে কথা বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ জানতে পারে, তিনি এলএসডি নিয়েছিলেন।
এলএসডির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে তিনজনকে আটক করেছে ডিবি। তাঁরা হলেন সাদমান সাকিব, আসহাব ওয়াদুদ ও আদিব আশরাফ।
গোয়েন্দা পুলিশ জানায়, হাফিজুরের বন্ধুদের কাছ থেকে তথ্য নিয়ে প্রথমে সাদমান সাকিব রূপলকে ধানমন্ডি থেকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের বহিষ্কৃত ছাত্র। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য নিয়েই আদিব আশরাফ ও সাদমান সাদিককে আটক করে পুলিশ।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় একেকটি এলএসডি ব্লটের দাম তিন হাজার টাকা। তাদের কাছ থেকে ২০০ ব্লট উদ্ধার করা হয়েছে।
বিষয়টি গোয়েন্দা পুলিশের কাছে একেবারেই নতুন। এ বিষয়ে তারা আরও তদন্ত করছে। এ নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আজ বেলা ২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৭ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে