Ajker Patrika

সোহরাওয়ার্দী উদ্যানে ভিখারিণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে ভিখারিণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (৬৫) বছরের এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীকে আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ওই নারী গত শনিবার রাতের কোনো এক সময় কালীমন্দির এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন। রোববার দুপুরে এলাকার কিছু লোক, শিক্ষার্থী ও কিছু সংবাদকর্মীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তাঁদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ড ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে আজ সকালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওই নারীর বরাত দিয়ে এসআই আরও জানান, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। ঘটনার দুদিন আগে এক নারীর সঙ্গে ঢাকায় আসে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে। চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবিরহাটের দিকেই ছিলেন। শনিবার রাতে ভিক্ষাবৃত্তির জন্য কালীমন্দির এলাকায় যান। সেখানে কয়েকজন তাঁকে মারধর ও ধর্ষণ করে। পরের দিন স্থানীয় কিছু লোক দেখতে পেয়ে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের খবর দেয়। তাদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত ওই নারীর কোনো আত্মীয়–স্বজন পাওয়া যায়নি। দুজন নারী কনস্টেবল তাঁর দেখভাল করছেন।

ওই নারীর পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জাহাঙ্গীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত