Ajker Patrika

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নূরে আলম লিমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৩: ৩০
বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি নূরে আলম লিমন গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) দশ বছর পর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। 

আজ সোমবার সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক মো. ফজলুল হক আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের হ‌ুমায়ূন রোড এলাকা থেকে মীর মো. নূরে আলম লিমনকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা এলাকায়। তিনি দশ বছর ধরে পলাতক ছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। আজ সোমবার তাঁকে আদালতে নেওয়া হবে। 

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশের দরজি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ওই মামলায় ২১ আসামির মধ্যে মীর মো. নূরে আলম লিমনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড প্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনকে বেকসুর খালাস দেন এবং মীর মো. নূরে আলম লিমনসহ ৪ জনকে মৃত্যুদণ্ড সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম লিমন পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত