নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শান্তিবাগে একটি বাড়িতে নাদিয়া (৯) নামের এক গৃহকর্মী নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে শাহজাহানপুর থানায়। নিহত গৃহকর্মীর বাবা মো. নাজিমুদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন গতকাল সোমবার রাতেই। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আগে থেকেই পুলিশ হেফাজতে থাকা গৃহকর্ত্রী ফরহাদ বাঁধন মৌকে।
মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক এবং এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহিতের বাবা নাজিমুদ্দিন। একজন নামীয় ও একজন অজ্ঞাতনামাকে আসামি করে মোট দুজনের নামে মামলা হয়েছে।’
আপাতত এটিকে নির্যাতন করে হত্যা মনে হচ্ছে উল্লেখ করে এই তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমরা কেবল মামলাটি নিয়ে কাজ শুরু করেছি। এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।’
পুলিশ জানিয়েছে, নিহত নাদিয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। দাফনের জন্য নিয়ে যাওয়া হবে নাদিয়ার গ্রামের বাড়ি পঞ্চগড়ে।
গতকাল সোমবার দুপুরে শান্তিবাগে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নাদিয়া ও তাঁর বড় বোন নাজমা (১৪) ফরহাদ বাঁধন মৌয়ের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত বছর তিনেক ধরে। তারা মৌকে মা বলে ডাকত। মৌ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন পুলিশের কাছে। তিনি সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান নামে একটি পত্রিকায় জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করছিলেন বলে তাঁর বাসা থেকে উদ্ধার করা আইডি কার্ড দেখে জানতে পেরেছে পুলিশ।
শান্তিবাগের মসজিদ রোড এলাকার বাড়িটির কেয়ারটেকার রেখা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকালে নাদিয়ার লাশ গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন মৌ। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে আমরা জানতে পারি, গৃহকর্মী নাদিয়া মারা গেছে।’
ঘটনা সম্পর্কে পুলিশি জিজ্ঞাসাবাদে মৌ জানান, নাদিয়ার ডায়রিয়া হয়েছিল, তাই সে মারা গেছে। তবে শরীরে কিছু জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।
রাজধানীর শান্তিবাগে একটি বাড়িতে নাদিয়া (৯) নামের এক গৃহকর্মী নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে শাহজাহানপুর থানায়। নিহত গৃহকর্মীর বাবা মো. নাজিমুদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন গতকাল সোমবার রাতেই। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আগে থেকেই পুলিশ হেফাজতে থাকা গৃহকর্ত্রী ফরহাদ বাঁধন মৌকে।
মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক এবং এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহিতের বাবা নাজিমুদ্দিন। একজন নামীয় ও একজন অজ্ঞাতনামাকে আসামি করে মোট দুজনের নামে মামলা হয়েছে।’
আপাতত এটিকে নির্যাতন করে হত্যা মনে হচ্ছে উল্লেখ করে এই তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমরা কেবল মামলাটি নিয়ে কাজ শুরু করেছি। এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।’
পুলিশ জানিয়েছে, নিহত নাদিয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। দাফনের জন্য নিয়ে যাওয়া হবে নাদিয়ার গ্রামের বাড়ি পঞ্চগড়ে।
গতকাল সোমবার দুপুরে শান্তিবাগে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নাদিয়া ও তাঁর বড় বোন নাজমা (১৪) ফরহাদ বাঁধন মৌয়ের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত বছর তিনেক ধরে। তারা মৌকে মা বলে ডাকত। মৌ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন পুলিশের কাছে। তিনি সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান নামে একটি পত্রিকায় জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করছিলেন বলে তাঁর বাসা থেকে উদ্ধার করা আইডি কার্ড দেখে জানতে পেরেছে পুলিশ।
শান্তিবাগের মসজিদ রোড এলাকার বাড়িটির কেয়ারটেকার রেখা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সকালে নাদিয়ার লাশ গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন মৌ। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে আমরা জানতে পারি, গৃহকর্মী নাদিয়া মারা গেছে।’
ঘটনা সম্পর্কে পুলিশি জিজ্ঞাসাবাদে মৌ জানান, নাদিয়ার ডায়রিয়া হয়েছিল, তাই সে মারা গেছে। তবে শরীরে কিছু জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫