নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের শিকার সিএনজিচালক সাইফুল ইসলামকে (৪৫) উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নয়ামাটি লামাপাড়া এলাকার সাব্বির (২৬), একই এলাকার মনির (৩৪) ও লোকমান (২৮)। এই ঘটনায় অপহৃত চালকের স্ত্রী আক্তারা বেগম (৩৫) বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলায় বাদী অভিযোগ করেন, গত বুধবার রাত ১০টার দিকে সিএনজি চালানো শেষে বাড়ি ফেরার পথে চাষাঢ়া রেললাইন এলাকায় আসামিরা তাকে অপহরণ করে একটি সিএনজিতে তুলে নেয়। এরপর তাকে লামাপাড়া এলাকায় নিয়ে আসে। রাত ৩টার দিকে আসামিরা বাদীকে ফোন দিয়ে ২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে হত্যার হুমকি দেওয়া হয় ও মারধরে করে সাইফুলের আর্তনাদ ফোনে শোনায় তারা।
গতকাল বৃহস্পতিবার সকালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসামিদের নম্বরে ৫ হাজার টাকা পাঠানো হয়। এরপর পুলিশকে অবগত করে কৌশলে রাত ৮টায় মুক্তিপণের বাকি টাকা নিতে নয়ামাটি এলাকায় আসতে বলা হয় আসামিদের। টাকা নিতে এলে প্রথমে সাব্বিরকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মনির ও লোকমানকে আটক করলে পালিয়ে যায় আরও ৩-৪ জন।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে বিকাশের দোকান খুঁজে বের করি। এরপর সাদা পোশাকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ সদস্যরা। রাত আটটার দিকে সাব্বির মোবাইল দোকানে টাকা নিতে এলে তাকে আটক করা হয়। পরে সাব্বিরের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত সিএনজি চালককে উদ্ধার ও আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের শিকার সিএনজিচালক সাইফুল ইসলামকে (৪৫) উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নয়ামাটি লামাপাড়া এলাকার সাব্বির (২৬), একই এলাকার মনির (৩৪) ও লোকমান (২৮)। এই ঘটনায় অপহৃত চালকের স্ত্রী আক্তারা বেগম (৩৫) বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলায় বাদী অভিযোগ করেন, গত বুধবার রাত ১০টার দিকে সিএনজি চালানো শেষে বাড়ি ফেরার পথে চাষাঢ়া রেললাইন এলাকায় আসামিরা তাকে অপহরণ করে একটি সিএনজিতে তুলে নেয়। এরপর তাকে লামাপাড়া এলাকায় নিয়ে আসে। রাত ৩টার দিকে আসামিরা বাদীকে ফোন দিয়ে ২ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে হত্যার হুমকি দেওয়া হয় ও মারধরে করে সাইফুলের আর্তনাদ ফোনে শোনায় তারা।
গতকাল বৃহস্পতিবার সকালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসামিদের নম্বরে ৫ হাজার টাকা পাঠানো হয়। এরপর পুলিশকে অবগত করে কৌশলে রাত ৮টায় মুক্তিপণের বাকি টাকা নিতে নয়ামাটি এলাকায় আসতে বলা হয় আসামিদের। টাকা নিতে এলে প্রথমে সাব্বিরকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মনির ও লোকমানকে আটক করলে পালিয়ে যায় আরও ৩-৪ জন।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে বিকাশের দোকান খুঁজে বের করি। এরপর সাদা পোশাকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ সদস্যরা। রাত আটটার দিকে সাব্বির মোবাইল দোকানে টাকা নিতে এলে তাকে আটক করা হয়। পরে সাব্বিরের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত সিএনজি চালককে উদ্ধার ও আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫