Ajker Patrika

নারায়ণগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন—জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূঁইয়া বাবু (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ। 

কৌঁসুলি বলেন, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর রূপগঞ্জের পূবেরগাঁও এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করেন আসামিরা। পরে তাঁকে ধর্ষণ করেন তাঁরা। এরপর ভুক্তভোগীর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে প্রশাসনের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। 

এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলায় তদন্তকারী কর্মকর্তা দুই আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন। এই মামলায় মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানান কৌঁসুলি। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তাসহ পাঁচজনের সাক্ষ্য, তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন আদালত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত