Ajker Patrika

জালিয়াতির মামলায় কাজী এরতেজা এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৬: ০৬
জালিয়াতির মামলায় কাজী এরতেজা এক দিনের রিমান্ডে

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই আদেশ দেন।

দুপুরের আগেই এরতেজা হাসানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মেহেদী হাসান দুই দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন এরতেজা হাসানের আইনজীবী।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

এর আগেমঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বরের অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে পিবিআই। আসিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলামের করা এক মামলায় পিবিআই তাঁকে গ্রেপ্তার করে। জালিয়াতি করে জমি দখলের অভিযোগে গত ১ জানুয়ারি খিলক্ষেত থানায় মামলাটি করেন সাইফুল ইসলাম। 

মামলায় আসামিরা হলেন—আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। পরে পিবিআই তদন্ত করে কাজী এরতেজা হাসানের সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

কাজী এরতেজা হাসান ভোরের পাতা ও ইংরেজি দৈনিক পিপলস টাইমসের সম্পাদক। তিনি ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। 

মামলার এজাহারে সাইফুল ইসলাম অভিযোগ করেন, নর্দার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য ২০১৩ সালে আসিয়ান সিটির কাছ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমি কেনার প্রস্তাব দেয়। দক্ষিণখানে আশিয়ান সিটির ‘আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্টস’ প্রকল্পে ২০১৩ সালের ৩ আগস্ট দুই পক্ষের মধ্যে একটি স্ট্যাম্পে ৫০ কোটি টাকায় পাঁচ বিঘা জমি কেনার চুক্তি হয়। ওই বছরের ৩০ আগস্ট আসিয়ান সিটিকে তাঁরা ৩০ কোটি টাকা দেন। বাকি ২০ কোটি টাকা আর দেননি। কয়েক দফায় চাওয়ার পরও ২০১৯ সাল পর্যন্ত আশ্বাস দিয়ে যাচ্ছিলেন তাঁরা। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরুর সময় আসিয়ান সিটি বাকি টাকা চাইলে আবু ইউসুফ আব্দুল্লাহ জানান, তাঁদের কাছে আর কোনো টাকা পাওনা নেই। সব টাকা পরিশোধ হয়েছে। তাঁরা একটি রেজিস্ট্রি দলিলও দেখান। 

এই জাল দলিল সৃষ্টিতে কাজী এরতেজা সহযোগিতা করেন বলে পিবিআইয়ের তদন্তে বের হয়েছে। প্রকৃত ঘটনা ও জাল দলিল সৃষ্টির রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত