Ajker Patrika

রাতে গেট খোলা নিয়ে বিবাদ, বাড়ির মালিকের ছোট ভাইয়ের হাতে ভাড়াটিয়া খুন

প্রতিনিধি, ঢামেক
রাতে গেট খোলা নিয়ে বিবাদ, বাড়ির মালিকের ছোট ভাইয়ের হাতে ভাড়াটিয়া খুন

গতকাল শুক্রবার মাঝ রাতে বাড়ির মালিকের ছোট ভাই বাইরে থেকে এসে মূল ফটকে ধাক্কাধাক্কি ও চেঁচামেচি শুরু করেন দেন। দ্বিতীয় তলার ভাড়াটিয়া নেমে গেট খুলে দেওয়ার পর এভাবে চিৎকার চেঁচামেচি করা নিয়ে তর্ক বেঁধে যায়। একপর্যায়ে মালিকের ছোট ভাই ওই ভাড়াটিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করেন। ভুক্তভোগীর ছেলে এগিয়ে এলে তাঁর মাথায়ও আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাড়াটিয়াকে মৃত ঘোষণা করেন। 

ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা উলনরোডের ৫৭ নম্বর বাড়িতে। খবর পেয়ে পুলিশ ভোরের দিকে মৃতদেহ উদ্ধার করে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম (৬৫)। আহত হয়েছেন তাঁর ছেলে আজিজুল হাসিব (১৯)। 

কামরুল ইসলামের বড় ভাই আমিরুল ইসলাম জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রাম। বাবার নাম মৃত আব্দুল করিম। দুই ছেলেসহ পরিবার নিয়ে পশ্চিম রামপুরার ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পেশায় তিনি শেয়ার ব্যবসায়ী। 

আমিরুল বলেন, গতকাল রাতে কামরুল বাসায় ছিলেন। তখন মাঝ রাত বাড়ির মালিকের ছোট ভাই কাজী জিকু (৩৭) মেইন গেটে ধাক্কাধাক্কি ও চেঁচামেচি করছিলেন। তখন কামরুল নেমে গেট খুলে দিলে তাঁর ওপর চড়াও হন জিকু। তর্কাতর্কির একপর্যায়ে জিকু ইট দিয়ে কামরুলের মাথায় আঘাত করেন। এগিয়ে গেলে কামরুলের ছেলে হাসিবের মাথায়ও আঘাত করেন তিনি। রক্তাক্ত অবস্থায় রামপুরার বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। আর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, বাড়ির গেট খোলাকে কেন্দ্র করে বাড়ির মালিকের ছোট ভাই জিকুর সঙ্গে ভাড়াটিয়া নজরুল ইসলামের তর্কাতর্কি হয়। একপর্যায়ে জিকু ইট দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত