নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজত নেতারা মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের ব্যবহার করে বিত্তবৈভবের মালিক হয়েছেন। দখল করেছেন মাদ্রাসা। অনেকে নারী বিলাসের মতো ঘটনায় জড়িয়েছেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
হেফাজত নেতাদের জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হেফাজত নেতাকর্মীদের নিয়ে গড়ে ওঠা ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ নামক সংগঠন ব্যবহার করে সারাদেশে ওয়াজ মাহফিলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
হেফাজতের নাশকতার ৬৫টি মামলার তদন্ত করছে ডিবি। পুলিশ সম্প্রতি হেফাজতের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন ও জানেন এমন কর্মকর্তাদের নিয়ে তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে মূলত নাশকতার উদ্দেশ্য এবং কারা কীভাবে করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
হেফাজত সরকার পতনের চক্রান্ত করেছে উল্লেখ করে মাহবুব আলম বলেন, ২০১৩ সালে সরকার পতনের অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত ছিল। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র তারা একই ধরনের চক্রান্ত করে নাশকতা করেছে। হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলছে। কিন্তু তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল করেন। মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশের বাইরে থাকা কিছু হেফাজতের কর্মী সমর্থক নাশকতার উস্কানি দিচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
হেফাজতের অর্থের উৎসের বিষয়ে মাহবুব আলম বলেন, হেফাজতে দেশের বাইরে থেকে বড় অংকের টাকা আসে। মাদ্রাসাকেন্দ্রীক টাকা আসে। এছাড়া দেশের মধ্য থেকেও তারা তহবিল সংগ্রহ করে। কোনো রাজনৈতিক দল তাদেরকে ফান্ড দিচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা: হেফাজত নেতারা মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের ব্যবহার করে বিত্তবৈভবের মালিক হয়েছেন। দখল করেছেন মাদ্রাসা। অনেকে নারী বিলাসের মতো ঘটনায় জড়িয়েছেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
হেফাজত নেতাদের জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হেফাজত নেতাকর্মীদের নিয়ে গড়ে ওঠা ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ নামক সংগঠন ব্যবহার করে সারাদেশে ওয়াজ মাহফিলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
হেফাজতের নাশকতার ৬৫টি মামলার তদন্ত করছে ডিবি। পুলিশ সম্প্রতি হেফাজতের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন ও জানেন এমন কর্মকর্তাদের নিয়ে তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে মূলত নাশকতার উদ্দেশ্য এবং কারা কীভাবে করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
হেফাজত সরকার পতনের চক্রান্ত করেছে উল্লেখ করে মাহবুব আলম বলেন, ২০১৩ সালে সরকার পতনের অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত ছিল। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র তারা একই ধরনের চক্রান্ত করে নাশকতা করেছে। হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলছে। কিন্তু তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল করেন। মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশের বাইরে থাকা কিছু হেফাজতের কর্মী সমর্থক নাশকতার উস্কানি দিচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
হেফাজতের অর্থের উৎসের বিষয়ে মাহবুব আলম বলেন, হেফাজতে দেশের বাইরে থেকে বড় অংকের টাকা আসে। মাদ্রাসাকেন্দ্রীক টাকা আসে। এছাড়া দেশের মধ্য থেকেও তারা তহবিল সংগ্রহ করে। কোনো রাজনৈতিক দল তাদেরকে ফান্ড দিচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৬ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
২৫ দিন আগে