Ajker Patrika

মধ্যরাতে ঘরে ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ২৯
মধ্যরাতে ঘরে ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মধ্যরাতে তালা ভেঙে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। এর আগে গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার হরিষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে গতকাল রাত ৩টায় পাঁচ-সাতজনের মুখোশধারী একটি বাহিনী ঘরের তালা ভেঙে প্রবেশ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী হাজেরা খাতুন ও ছেলে হাবিবুর রহমান রনিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

আহত রফিকুল ইসলাম বলেন, ‘মধ্যরাতে বাড়িতে প্রবেশ করে কে বা কারা হামলা করেছে। আমরা চিনতে পারিনি। আমার পরিবারের সঙ্গে কারও বিরোধ নেই। ঘরের কোনো মালামালও খোয়া যায়নি।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত