Ajker Patrika

ট্রলিব্যাগে ভরে শিশুর লাশ ড্রেনে লুকান প্রতিবেশী যুবক

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১: ১৪
ট্রলিব্যাগে ভরে শিশুর লাশ ড্রেনে লুকান প্রতিবেশী যুবক

৬ বছরের কন্যাশিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেন প্রতিবেশী যুবক। পরে সেই শিশুকে হত্যা করে ট্রলিব্যাগে ভরে বাড়ির পয়োনিষ্কাশন লাইনে লুকিয়ে রাখেন। এভাবে শিশু হত্যার কথা বর্ণনা করেন মুক্তিপণের টাকা ক্যাশআউট করার সময় র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এক আসামি। 

পুলিশের ধারণা, হত্যার আগে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব-৪ সিপিসি-২। এর আগে শনিবার রাতে আশুলিয়ার এলাকার একটি বাড়ির পয়োনিষ্কাশন ড্রেন থেকে শিশুর (৬) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় ওই বাড়ির অপর ভাড়াটিয়া আবুল কাদেরকে (২০) গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর দেওয়া তথ্যমতেই শিশুর মরদেহের খোঁজ মেলে। 

নিহত শিশুর বাবার বাড়ি নীলফামারী জেলায়। স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ার এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। আশুলিয়ার একই বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন গ্রেপ্তারকৃত আব্দুল কাদের।

আব্দুল কাদের সিরাজগঞ্জ জেলার সদর থানার সায়দাবাদ পুনর্বাসন গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে। এ ঘটনায় রাজু নামে আরেক আসামি ও অজ্ঞাত তিন-চারজন আসামি পলাতক রয়েছেন। রাজুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় বাড়ির উঠানে মেয়েকে খেলতে দেখে তার বাবা-মা। এর কিছু সময় পর থেকেই নিখোঁজ হয় সে। পরে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। কয়েক ধাপে কিছু টাকা কয়েকটি মোবাইল নম্বরে পাঠান শিশুর বাবা। এর মধ্যে র‍্যাবের সঙ্গে যোগাযোগ করলে মোবাইলে লেনদেনের সূত্র ধরে আসামির পিছু নেয় র‍্যাব। পরে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে। 

জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আব্দুল কাদের। তাঁর বরাত দিয়ে র‍্যাব জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁর বাসায় শিশুটিকে লুকিয়ে রেখেছিলেন কাদের। এর আগে চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে ডেকে নেন আব্দুল কাদের। পরে চিৎকার শুরু করলে শিশুটির মুখ ও গলা চেপে হত্যা করে। এরপর শিশুর মরদেহ একটি ট্রলিব্যাগে ভরে আব্দুল কাদেরের বাসার সামনের সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে ফেলে। এ ঘটনায় আব্দুল কাদেরকে রাজুসহ অজ্ঞাত আরও তিন-চারজন সহায়তা করেছেন। 

এদিকে আব্দুল কাদেরের ঘরে খাটের নিচ থেকে লাশ লুকানোর কাজে ব্যবহৃত ট্রলিব্যাগ ও বাড়ির চাল থেকে শিশুর পরিহিত জামা, জুতা উদ্ধার করেছে র‍্যাব। পরে মরদেহ লুকিয়ে রাখার স্থান দেখান আব্দুল কাদের। সেখান থেকে রোববার ভোরে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে আশুলিয়া থানার পুলিশ। 

ভুক্তভোগী শিশুর বাবা মামলার এজাহারে শিশুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক সুরতহালে ধর্ষণের বিষয়টি সন্দেহ করছি, বাকিটা ময়নাতদন্তে জানা যাবে। ধর্ষণের বিষয় নিশ্চিত হলে মামলায় ধর্ষণের ধারাও যুক্ত করা হবে। বুধবার থেকে শিশুর মরদেহ দুই দিন তার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। পরে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে লাশ ট্রলিব্যাগে নিয়ে বাড়ির পয়োনিষ্কাশন ড্রেনে ফেলে দেয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত