ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক পাপন শীলের টাকা ছিনিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। তিনি ঘিওর সদর ইউনিয়নের ময়দার মিলের পাশে মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। মা-বাবাহীন পাপন ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে আসছেন।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে ব্যবসায়ী কাজ শেষ আমি বাড়ি ফিরতে ছিলাম। ঘিওর বাজারের বণিক সমিতির পাশে মাথায় হাত দিয়ে কাঁদছিল পাপন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। আমরা কয়েকজন তাঁকে হাসপাতালে ভর্তি করি।
স্থানীয় আরেক বাসিন্দা সুমন বলেন, ‘পাপন ভিক্ষাবৃত্তি করে যে টাকা পায়, সে টাকা তাঁর কাছেই রাখে। ধারণা করা হচ্ছে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জোর করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাপন বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, ‘একজন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো অমানবিক এ কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ভিক্ষুকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক পাপন শীলের টাকা ছিনিয়ে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। তিনি ঘিওর সদর ইউনিয়নের ময়দার মিলের পাশে মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। মা-বাবাহীন পাপন ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে আসছেন।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে ব্যবসায়ী কাজ শেষ আমি বাড়ি ফিরতে ছিলাম। ঘিওর বাজারের বণিক সমিতির পাশে মাথায় হাত দিয়ে কাঁদছিল পাপন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। আমরা কয়েকজন তাঁকে হাসপাতালে ভর্তি করি।
স্থানীয় আরেক বাসিন্দা সুমন বলেন, ‘পাপন ভিক্ষাবৃত্তি করে যে টাকা পায়, সে টাকা তাঁর কাছেই রাখে। ধারণা করা হচ্ছে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা জোর করে তাঁর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাপন বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, ‘একজন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার মতো অমানবিক এ কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ভিক্ষুকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫