Ajker Patrika

স্বেচ্ছাসেবক লীগ নেতার ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
স্বেচ্ছাসেবক লীগ নেতার ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহতের ঘটনায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফু ও তাঁর সহযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় সাভার মডেল থানার ফটকে সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় বাবা হত্যার বিচারের দাবিতে থানার সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল প্রায় ৩ কিলোমিটার হেঁটে আসা নিহত হোসেন আলীর (৪০) দুই শিশু।

সোমবার সাভারে রাজফুলবাড়িয়া থেকে হেঁটে বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানার প্রধান গেটে শত শত নারী পুরুষসহ নিহতের স্বজনেরা অবস্থান নেন। এর আগে গত শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর রাতে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিউরো-আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসেন আলী।

নিহত হোসেন আলী সাভার রাজফুলবাড়িয়ার রামচন্দ্রপুর গ্রামের মৃত শফিতুল্লার ছেলে। তিনি পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফু, তাঁর সহযোগী আনোয়ার হোসেন, মো. আব্বাস বাদল, কামরুল, নাঈম, আনিস ও মুন্নাসহ অজ্ঞাত ১০-১২ জন। তাঁরা সবাই রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। 

অবস্থান কর্মসূচি থেকে নিহতের মামাতো বোন রোজা ইসলাম বলেন, ‘হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হোসেন আলীর চারটি সন্তানকে এখন কে দেখবে, কে খাওয়াবে। আমরা হত্যাকারীর ফাঁসি চাই। খুনিরা আমাদের উল্টো হুমকি দিচ্ছে। তারা বলে, ‘‘লাশ ফেলাইছি, লাগলে আরও ফালামু।’’ আমরা খুবই আতঙ্কিত।’ 

নিহতের মা মরিয়ম আহাজারি করে বলেন, ‘আমি কিছুই চাই না। আমার সন্তানকে যারা হত্যা করেছে তারা এখনো গ্রেপ্তার হয়নি। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সূক্ষ্ম বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, তাদের (আসামি) যেন ফাঁসি হয়।’ 

এর আগে নিহতের নিহতের দুই শিশু খালেদ মাহমুদ (৮), সাদ মোহাম্মদ (৬) বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে প্লে-কার্ড হাতে নিয়ে সড়কে দাঁড়িয়ে পড়ে। তাদের পেছনে ছিল শত শত এলাকাবাসী।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমরা যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু আসামিরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছে।’

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার সময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফুসহ তাঁর লোকজন হোসেন আলীকে ছুরিকাঘাত করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসেন আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত