Ajker Patrika

তেজগাঁও থেকে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১: ৫১
তেজগাঁও থেকে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার 

রাজধানীর তেজগাঁও কুনিপাড়ায় একটি কারখানার ভেতর থেকে হাশেম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে কারখানার কর্মচারীরা সেখানে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

ওই নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নিয়ে আসা ঝন্টু মিয়া জানান, তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া হ্যাপি হোমস-সংলগ্ন জুয়েল ইন্ডাস্ট্রিজের শ্রমিক। সেখানে নাটবল্টু তৈরি হয়। ওই কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন হাশেম মিয়া। কারখানাটির দোতলার একটি কক্ষে একাই থাকতেন হাশেম। 

ঝন্টু আরও জানান, সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে হাশেমকে তাঁর কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথা, কপালসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ ছিল। ঘরের আলমারিসহ জিনিসপত্র সব এলোমেলো ছিল। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, ‘ওই ব্যক্তিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তাঁর মাথাসহ শরীরে জখম রয়েছে। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত