Ajker Patrika

১২ কোটির টাকার অনিয়ম, ডিএসসিসির সহকারী প্রকৌশলীকে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১২ কোটির টাকার অনিয়ম, ডিএসসিসির সহকারী প্রকৌশলীকে চাকরিচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) আ হ ম আব্দুল্লা হারুনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

আজ মঙ্গলবার ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, দায়িত্বে থাকা অবস্থায় অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না করে ও অতিরিক্ত বিল পরিশোধ করে সিটি করপোরেশনের ক্ষতি করেছেন আবদুল্লা হারুন।

আদেশের তথ্য সূত্রে জানা যায়, আব্দুল্লা হারুন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ডিপোজিট ওয়ার্কের আওতায় কমলাপুর টিটি পাড়া হতে দক্ষিণ কদমতলী পর্যন্ত ছয় কিলোমিটার রেল লাইনের দু’পাশে জমানো বর্জ্য, মাটি ও রাবিশ অপসারণ এবং ডাম্পিং করার কাজটিকে তিন গ্রুপে ভাগ করে ২৮ কোটি টাকার টেন্ডার আহ্বান করেন। আহ্বানকৃত দরপত্রে বিভিন্ন অনিয়ম এবং কাজের পরিধি ও নির্ধারিত ব্যয়ের মাঝে বিস্তর অসামঞ্জস্য পরিলক্ষিত হয়।

মোট বর্জ্য, মাটি ও রাবিশ ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টন। যার মধ্যে বর্জ্যের পরিমাণ হবে সর্বোচ্চ ৫ হাজার টন। অবশিষ্ট ১ লাখ ১৫ হাজার টন হবে মাটি ও রাবিশ যা বিক্রয়যোগ্য। অথচ মাটি ও রাবিশ ডাম্পিং বাবদ ওই দরপত্রে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৮৮ লাখ টাকা। প্রকৃতপক্ষে মাটি ও রাবিশ বিক্রয়যোগ্য হওয়ায় এ ক্ষেত্রে সরকারের কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয়। দরপত্রের মাধ্যমে সংঘটিত অনিয়ম বিষয়ে পত্র-পত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়েছে।

আদেশে আরও বলা হয়, আবদুল্লা হারুন বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। তার কর্মকাণ্ডের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি হয়েছে এবং ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই তাঁকে ডিএসসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তবে তিনি বিধি মোতাবেক ৯০ দিনের নগদ বেতন পাবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত