Ajker Patrika

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত শিশু এক মাস পর রাজবাড়ী থেকে উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, 
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ০৮
সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত শিশু এক মাস পর রাজবাড়ী থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের প্রায় এক মাস পর ১৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাজবাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ সময় অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

এর আগে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা থেকে অপহৃত হয় ওই শিশু। এ ঘটনায় গত সোমবার শিশুটির বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, মো. সোহান (২২) ও তাঁর বাবা মো. সুজন মানিক (৫৫), মো. রাসেল (৩৬) এবং মোসা. তানিয়া (২৫)। আসামিদের মধ্যে সোহান ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজবাড়ী এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

ওই শিশুর বাবা বলেন, মো. সোহান ফেসবুক ও মোবাইল ফোনে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে অভিযুক্ত সোহান মোবাইল ফোনে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। মেয়ে এই প্রস্তাবে রাজি না হলে তিনি তাঁর মেয়েকে অপহরণ করে যেকোনো সময় উঠিয়ে নিয়ে বিয়ে করবেন বলে হুমকি দেয়। 

ওসি গোলাম মোস্তফা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে অপহৃত শিশুকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে গতকাল সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে থানার একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিশুকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেপ্তার করে। আসামিদের আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত