নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে পিচ্চি মানিককে (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
গতকাল সোমবার রাত ১০টায় ফতুল্লার চানমারী এলাকার একটি গ্যারেজে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মানিক ফতুল্লার টাগারপাড় আল আমিন নগরের আব্দুস সালামের ছেলে।
অভিযুক্তরা হলেন দাউদ (৫৫), শরীফ (৩৫), আরিফ (২৯), সজীব (২৭), শান্ত (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০) ও জুয়েল (২০)।
মামলায় উল্লেখ করা হয়, মানিক রড-সিমেন্ট ব্যবসায়ী। ফতুল্লার হক বাজার এলাকায় তাঁর একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। অভিযুক্তদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল। গতকাল রাত ৮টার দিকে মানিক তাঁর বন্ধুদের সঙ্গে চানমারীর উদ্দেশে বের হন। সোয়া ৯টার দিকে চানমারী পৌঁছানোর পর অভিযুক্তরা তাঁকে কৌশলে নিজেদের গ্যারেজে নিয়ে যান।
এর কিছুক্ষণ পরেই তাঁর স্বামীকে কোপাতে থাকেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু নিশ্চিত করে আসামিরা সরে যান। পরে রাত সোয়া ১০টায় মানিককে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক শ্রী উত্তম কুমার রায় বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলমান রয়েছে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে পিচ্চি মানিককে (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
গতকাল সোমবার রাত ১০টায় ফতুল্লার চানমারী এলাকার একটি গ্যারেজে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মানিক ফতুল্লার টাগারপাড় আল আমিন নগরের আব্দুস সালামের ছেলে।
অভিযুক্তরা হলেন দাউদ (৫৫), শরীফ (৩৫), আরিফ (২৯), সজীব (২৭), শান্ত (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০) ও জুয়েল (২০)।
মামলায় উল্লেখ করা হয়, মানিক রড-সিমেন্ট ব্যবসায়ী। ফতুল্লার হক বাজার এলাকায় তাঁর একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। অভিযুক্তদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল। গতকাল রাত ৮টার দিকে মানিক তাঁর বন্ধুদের সঙ্গে চানমারীর উদ্দেশে বের হন। সোয়া ৯টার দিকে চানমারী পৌঁছানোর পর অভিযুক্তরা তাঁকে কৌশলে নিজেদের গ্যারেজে নিয়ে যান।
এর কিছুক্ষণ পরেই তাঁর স্বামীকে কোপাতে থাকেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু নিশ্চিত করে আসামিরা সরে যান। পরে রাত সোয়া ১০টায় মানিককে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক শ্রী উত্তম কুমার রায় বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলমান রয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৯ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫