Ajker Patrika

চাঁদরাতে সাবেক স্ত্রীর বাড়িতে গুলি ছোড়া সেই ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ২১: ১৪
চাঁদরাতে সাবেক স্ত্রীর বাড়িতে গুলি ছোড়া সেই ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরখানে চাঁদরাতে সাবেক স্ত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া সেই ছাত্রলীগ নেতা মো. রিপন হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর কাছ থেকে গুলি ছোড়া সেই অস্ত্র উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

আজ রোববার সকালে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার উত্তরখানের আটিপাড়া ও পুরানপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম।

ওসি কাজী আবুল কালাম বলেন, ‘রিপনকে গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে গুলি ছোড়া অস্ত্রটি উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।’

গ্রেপ্তারকৃত অপরজন হলেন লুৎফর রহমান নয়ন (২৯)। তিনি রিপনের অন্যতম সহযোগী ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নাচন মোহরী গ্রামের হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি উত্তরখানে পুরানপাড়ার মধুবন এলাকার রোস্তম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুণ্ডা এলাকার একটি বাড়িতে চাঁদরাতে গুলি করার ঘটনায় দাউদ মিয়ার স্ত্রী মো. মসুফা বাদী হয়ে গুলি করে ভয়ভীতি, হুমকি প্রদানের অভিযোগে শনিবার দুপুরে উত্তরখান থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় রিপনসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে।’

এসআই জহিরুল আরও বলেন, ‘মামলার পরপরই উত্তরখান ও আশপাশ এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। পরে শনিবার রাত ১০টার দিকে উত্তরখানের আটিপাড়া এলাকা থেকে রিপনকে ও পুরানপাড়া এলাকা থেকে লুৎফর রহমান নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আজ (রোববার) সকালে আদালতে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, চাঁদরাতে (শুক্রবার)  রাজধানীর উত্তরখান মুণ্ডার অলংকার মোড়সংলগ্ন দাউদ মিয়ার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন অভিযুক্ত রিপন। তিনি দাউদ মিয়ার মেয়ের সাবেক স্বামী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত