Ajker Patrika

‘কাইজ্যা পার্টি’র দুই সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘কাইজ্যা পার্টি’র দুই সদস্য গ্রেপ্তার 

প্রতারণা করে মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইদুর রহমান হাওলাদার এবং মো. মোর্শেদ নামে দুজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে দুজন গ্রেপ্তার বিষয়ে জানান। 

ওসি বলেন, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ‘কাইজ্যা পার্টি’ নামেই পরিচিত। শহরে রিকশা নিয়ে কার্যক্রম চালান চক্রের সদস্যরা। প্রথমে কয়েকজন যাত্রীর সঙ্গে ইচ্ছাকৃত ঝগড়া করেন। ওই সুযোগে আরেকজন রিকশায় থাকা মালামাল নিয়ে পালিয়ে যান। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সাইদুর এই গ্রুপের প্রধান। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে লুট করা চার লক্ষাধিক টাকার মেডিকেল সরঞ্জাম এবং দুই লক্ষাধিক টাকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

 লুট করা চার লক্ষাধিক টাকার মেডিকেল সরঞ্জাম এবং দুই লক্ষাধিক টাকার কসমেটিকস সামগ্রী উদ্ধারএর আগে গত ২০ ফেব্রুয়ারি মিরপুর ১০ থেকে মহিউদ্দিন নামের এক ব্যক্তি দুইটি মেডিকেল যন্ত্রাংশ নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রিকশা নিয়ে হাজির হন সাইদুর। শেওড়াপাড়া আসার জন্য রিকশায় উঠে কিছু দূর যাওয়ার পর রিকশা নষ্ট হয়েছে উল্লেখ করে কিছু দূর হাঁটতে বলেন মহিউদ্দিনকে। কিছু দূর যেতেই সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ২ / ৩ জন ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে দেন তার সঙ্গে। এই সুযোগে মালামালসহ রিকশা নিয়ে পালিয়ে যান সাইদুর। পরে থানায় অভিযোগ করলে গতকাল রাতে জড়িত দুজনকে মোহাম্মদপুর থানার বসিলা এলাকা গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের শহীদনগর এলাকা মেডিকেল যন্ত্রাংশ এবং কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত