Ajker Patrika

আদাবরে নির্মাণাধীন ভবনে ঢুকে হামলা, ইঞ্জিনিয়ার আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদাবরে নির্মাণাধীন ভবনে ঢুকে হামলা, ইঞ্জিনিয়ার আহত

রাজধানীর আদাবর থানার মনসুরাবাদ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সাইট ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান জীবনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার রাতে হামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুজ্জামান। তিনি জানান, ‘এ বিষয়টি শুনেছেন। তবে জরুরি মিটিংয়ে থাকায় এখন এ বিষয়ে কথা বলতে পারছেন না।’ 

জানা গেছে, আদাবর থানার ১৭ /বি নম্বর রোডের এভারগ্রিন হোম নামের একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার ভবনের নিচ তলার একটি রুমে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। তখন চার থকে পাঁচজন যুবক ভবনের ভেতরে প্রবেশ করে তাঁর ওপর হামলা চালায়। আহত ইঞ্জিনিয়ার জীবন কিছু বুঝে ওঠার আগেই দেশি অস্ত্রের আঘাতে তাঁর হাত ও পা জখম হয়। 

এ বিষয়ে ভবনের নিরাপত্তা রক্ষী মো. মাসুদ বলেন, ‘দুপুর দুইটার দিকে সবাই খাবার খাচ্ছিল। তখন চার থেকে পাঁচজন যুবক ইঞ্জিনিয়ারের রুমে প্রবেশ করে হামলা চালায়। তাঁরা কোনো কথাই বলেনি। তাঁদের সঙ্গে দেশীয় অস্ত্র ছিল। আমরা কেউরে চিনি না। আহত ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা এখন পঙ্গু হাসপাতালে আছি। তাঁর হাত ও পায়ে গুরুতর জখম আছে।’ 

এই ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে মাসুদ জানান, ‘এখনো মামলা হয়নি। এ বিষয়ে এভারগ্রিন হোমের কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। আমরা আহতের চিকিৎসা করাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত