Ajker Patrika

মানবাধিকার কমিশনের আদলে কমিশন গঠন করে প্রতারণা, গ্রেপ্তার ৭ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২৩, ১৯: ৩১
মানবাধিকার কমিশনের আদলে কমিশন গঠন করে প্রতারণা, গ্রেপ্তার ৭ 

বাংলাদেশ মানবাধিকার কমিশনের আদলে একটি কমিশন গঠন করে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার রাজধানীর মালিবাগ থেকে কথিত এই মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদারসহ ৭ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। এর আগে গত রোববার রাজধানীর তেজগাঁও থানায় মো. আকতারুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা করেন। 

গ্রেপ্তাররা অপর ব্যক্তিরা হলেন মো. বাদল মোল্লা (৪০), রুহুল আমিন (৪৩), মো. তাজউদ্দীন (৪৮), মো. কাইয়ুম, মো. তামিম আহম্মেদ (১৭) ও সূচী আফরিন (২৬)। 

গ্রেপ্তারের সময় আসামি সাইফুল ইসলাম দিলদারের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) লেখা ২০টি ভিজিটিং কার্ড, বিএইচআরসির বিভিন্ন ব্যক্তির ১৯৬টি আইডি কার্ড, ১০টি বিএইচআরসির গাইডলাইন বই, ১টি কর্মকর্তা-কর্মচারীর তালিকা, ১১টি বিএইচআরসির বিভিন্ন ধরনের সিল, ১টি বিএইচআরসির কালো কটি জ্যাকেট, বিএইচআরসির ১৫টি সদস্য ফরম, বিএইচআরসির ২০টি ক্যালেন্ডার, বিএইচআরসির ১টি মানি রিসিট বই, ৩টি সিপিইউ, বিএইচআরসি লোগো ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময় নানবিদ অভিযোগ এসেছে। একটি জাতীয় প্রতিষ্ঠানের নামে হুবুহু প্রতিষ্ঠান করে তারা প্রতারণা করে আসছিল। 

মামলার এজাহারে বলা হয়, আসামি সাইফুল ইসলাম দিলদার বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটি সংস্থা পরিচালনা করেন। তবে জাতীয় মানবাধিকার কমিশনের আইন অনুযায়ী মানবাধিকার কমিশন হিসেবে কমিশন শব্দটি শুধুমাত্র জাতীয় মানবাধিকার কমিশন লিখতে পারবে। এ বিষয়ে রিট হলেও হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামেই বিভিন্ন ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করে জনসাধারণের সঙ্গে ক্রমাগত প্রতারণা করেন আসামি সাইফুল ইসলাম। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। 

এ ছাড়া আসামি সাইফুল ইসলাম দিলদার তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সদস্য সংগ্রহ, বিভিন্ন দেশে প্রেরণ, কমিটি গঠন ইত্যাদি প্রচার করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে থাকেন। এমনকি তারা তাদের গাড়িতে পতাকাস্ট্যান্ড ও বাংলাদেশর মানচিত্র খচিত সোনালি রঙের প্রতীক যার ভেতর প্রেসিডেন্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন ও সংক্ষেপে বিএইচআরসি শব্দ ব্যবহার করে নিজেদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন হিসেবে পরিচয় দিচ্ছে। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত