Ajker Patrika

টাঙ্গাইলে ৩ ভুয়া র‍্যাব কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২২: ৩১
টাঙ্গাইলে ৩ ভুয়া র‍্যাব কারাগারে

টাঙ্গাইলে তিন ভুয়া র‍্যাবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত এ আদেশ দেন। 

এর আগে শনিবার দিবাগত রাতে গাজীপুরের কাশিমপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে র‍্যাবের তিনটি কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, লেজার সিগনাল লাইট, লাঠিসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পাচুরিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৩৮), শৈলজানা গ্রামের মৃত আবু বক্করের ছেলে মনিরুল ইসলাম (২৫) ও মনসুর আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩৫)। 

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গতকাল দিবাগত রাতে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুরের ধেরুয়া লেভেল ক্রসিংয়ের ফ্লাইওভার ব্রিজের নিচে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করতে চাইলে দ্রুতি গাড়িটি গাজীপুরের দিকে পালিয়ে যেতে থাকে। টাঙ্গাইল পুলিশের ওই দল গাড়িটির পিছু নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কাশিমপুর থানার চক্রবর্তী বাসস্ট্যান্ডে আটক করে আজ তাঁদের আদালতে পাঠানো হয়। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত