Ajker Patrika

চলন্ত প্রাইভেট কারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে দুজনের স্বীকারোক্তি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০: ৫৭
চলন্ত প্রাইভেট কারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে দুজনের স্বীকারোক্তি

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কারে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভুক্তভোগী বিউটি পারলারের ওই তরুণী গত রোববার (২৫ ডিসেম্বর) রাতে তাঁর এক বন্ধুকে নিয়ে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে যান। সেখানে সিজান, রায়হানসহ আরও দুই বন্ধু তাঁদের আটকে রাখেন। ভুক্তভোগী তরুণী ও তাঁর বন্ধুকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে এবং তাঁদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে বলে জানান। ভুক্তভোগী তরুণী ও তাঁর বন্ধুর পরিবারকে এসব জানানোর ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন সিজান, রায়হানসহ চারজন। এরপর বিউটিশিয়ানের বন্ধু টাকা আনতে সেখান থেকে চলে গেলে তাঁরা চারজন ওই তরুণীকে একটি প্রাইভেট কারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। সেই সঙ্গে চলন্ত সেই গাড়িতে চারজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এরপর তাঁকে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেন। 

ওসি বলেন, ‘পরে ভুক্তভোগী তরুণী উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে একটি মামলা করেন। উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে তুরাগের ডিয়াবাড়ী থেকে সিজান ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’ 

ওসি মহসীন বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনসহ আসামি চারজনই পেশায় গাড়িচালক। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত