নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্যালক অশ্রু তাঁর বাবার লাইসেন্স করা অস্ত্র ভগ্নিপতি ফারুকের বুকে ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই ভগ্নিপতি ফারুক আহমেদকে গুলি করে হত্যা করেন অশ্রু।
আজ শনিবার রাজধানীর গাবতলীর কোটবাড়ী এলাকায় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মামা আইয়ুব আলী বলেন, তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। তবে এ ধরনের ঘটনা কেন ঘটে গেল বুঝে উঠতে পারছি না। ফারুকের শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। মূলত এরপর থেকে দ্বন্দ্ব শুরু হয়।
মিরপুর দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৈমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অশ্রুর বাবার লাইসেন্স করা একটি অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে ভগ্নিপতি ফারুকের বুকে গুলি করেছেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
তৈমুর রহমান বলেন, জানতে পেরেছি পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় শ্যালক অশ্রুকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
শ্যালক অশ্রু তাঁর বাবার লাইসেন্স করা অস্ত্র ভগ্নিপতি ফারুকের বুকে ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই ভগ্নিপতি ফারুক আহমেদকে গুলি করে হত্যা করেন অশ্রু।
আজ শনিবার রাজধানীর গাবতলীর কোটবাড়ী এলাকায় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মামা আইয়ুব আলী বলেন, তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। তবে এ ধরনের ঘটনা কেন ঘটে গেল বুঝে উঠতে পারছি না। ফারুকের শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। মূলত এরপর থেকে দ্বন্দ্ব শুরু হয়।
মিরপুর দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৈমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অশ্রুর বাবার লাইসেন্স করা একটি অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে ভগ্নিপতি ফারুকের বুকে গুলি করেছেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
তৈমুর রহমান বলেন, জানতে পেরেছি পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় শ্যালক অশ্রুকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৮ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫