গাজীপুরের শ্রীপুরে প্রবাসী বাবার কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে নিজের ছেলেকে বন্ধুর বাড়িতে রেখে অপহরণের নাটক সাজিয়েছে এক ব্যক্তি। অপহরণের একদিন পর অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার এ ঘটনায় জড়িত উদ্ধারকৃত শিশুর বাবাসহ দুজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—গফরগাঁও উপজেলার চরআগলী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও অপহৃত শিশুর বাবা মো. কামরুজ্জামান (৩০) এবং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বানিয়া পাড়া গ্রামের দোলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন সম্রাট (৩৮)। এ ঘটনায় রিপন মিয়া (৩০) নামে আরও একজন পলাতক রয়েছেন। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঠালি ইউনিয়নের কালীরবাজার গ্রামের মহরিয়া গ্রামে তাঁর বাড়ি।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে মাওনা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যমতে ময়মনসিংহের ভালুকা থেকে আজ বুধবার ভোররাতে হোসেন সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা সাদিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, কামরুজ্জামান শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে থেকে প্রাইভেটকার চালাতেন। গত কয়েক দিন পূর্বে তাঁর বাবা ও শিশুর দাদা প্রবাস থেকে দেশে আসেন। কামরুজ্জামান তাঁর বাবার কাছ থেকে সুকৌশলে অর্থ হাতিয়ে নিতে নিজের সন্তানকে বন্ধু রিপন মিয়ার বাড়িতে লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজান। নিজের সন্তানকে লুকিয়ে রেখে কামরুজ্জামান তাঁর বাবার কাছ থেকে মোবাইলে দুই লাখ টাকা দাবি করেন। দ্রুত টাকা না দিলে তাঁর নাতিকে জীবিত ফিরে দেবেন বলে জানান। পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে কল করে মুক্তিপণ দাবি করা হয়, সেই নম্বর যাচাইবাছাই করে অপহরণকারীর সঙ্গে কামরুজ্জামানের যোগসাজশ পাওয়া যায়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন বলে জানান এসআই।
সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অজ্ঞাত নামা অপহরণকারীরা সাত বছর বয়সী ওই শিশুকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অপহরণ করা হয় বলে থানায় লিখিত অভিযোগ দেয় শিশুর বাবা। এরপর শ্রীপুর থানা-পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে শিশুটিকে তার বাবা কামরুজ্জামান অপহরণ করে নাটক সাজিয়েছেন। এরপর গত গতকাল মঙ্গলবার (৭ মার্চ) রাতে শিশুর বাবার বন্ধু পলাতক আসামি রিপনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঠালি ইউনিয়নের মহরিয়া গ্রাম থেকে শিশুকে উদ্ধার করা হয়।
এ সময় ওসি আরও জানান, শিশুর বাবা কামরুজ্জামান এর আগেও অনেক অপহরণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় অপহরণের স্বীকার হয় সাত বছর বয়সী ওই শিশু।
গাজীপুরের শ্রীপুরে প্রবাসী বাবার কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে নিজের ছেলেকে বন্ধুর বাড়িতে রেখে অপহরণের নাটক সাজিয়েছে এক ব্যক্তি। অপহরণের একদিন পর অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার এ ঘটনায় জড়িত উদ্ধারকৃত শিশুর বাবাসহ দুজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—গফরগাঁও উপজেলার চরআগলী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও অপহৃত শিশুর বাবা মো. কামরুজ্জামান (৩০) এবং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বানিয়া পাড়া গ্রামের দোলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন সম্রাট (৩৮)। এ ঘটনায় রিপন মিয়া (৩০) নামে আরও একজন পলাতক রয়েছেন। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঠালি ইউনিয়নের কালীরবাজার গ্রামের মহরিয়া গ্রামে তাঁর বাড়ি।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে মাওনা থেকে কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যমতে ময়মনসিংহের ভালুকা থেকে আজ বুধবার ভোররাতে হোসেন সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা সাদিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, কামরুজ্জামান শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে থেকে প্রাইভেটকার চালাতেন। গত কয়েক দিন পূর্বে তাঁর বাবা ও শিশুর দাদা প্রবাস থেকে দেশে আসেন। কামরুজ্জামান তাঁর বাবার কাছ থেকে সুকৌশলে অর্থ হাতিয়ে নিতে নিজের সন্তানকে বন্ধু রিপন মিয়ার বাড়িতে লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজান। নিজের সন্তানকে লুকিয়ে রেখে কামরুজ্জামান তাঁর বাবার কাছ থেকে মোবাইলে দুই লাখ টাকা দাবি করেন। দ্রুত টাকা না দিলে তাঁর নাতিকে জীবিত ফিরে দেবেন বলে জানান। পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে কল করে মুক্তিপণ দাবি করা হয়, সেই নম্বর যাচাইবাছাই করে অপহরণকারীর সঙ্গে কামরুজ্জামানের যোগসাজশ পাওয়া যায়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন বলে জানান এসআই।
সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অজ্ঞাত নামা অপহরণকারীরা সাত বছর বয়সী ওই শিশুকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অপহরণ করা হয় বলে থানায় লিখিত অভিযোগ দেয় শিশুর বাবা। এরপর শ্রীপুর থানা-পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে শিশুটিকে তার বাবা কামরুজ্জামান অপহরণ করে নাটক সাজিয়েছেন। এরপর গত গতকাল মঙ্গলবার (৭ মার্চ) রাতে শিশুর বাবার বন্ধু পলাতক আসামি রিপনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঠালি ইউনিয়নের মহরিয়া গ্রাম থেকে শিশুকে উদ্ধার করা হয়।
এ সময় ওসি আরও জানান, শিশুর বাবা কামরুজ্জামান এর আগেও অনেক অপহরণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় অপহরণের স্বীকার হয় সাত বছর বয়সী ওই শিশু।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২০ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫