Ajker Patrika

বিশ্বজিৎ হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৪: ২৩
বিশ্বজিৎ হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকায় বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক। তিনি জানান,  গুলশান এলাকায় অভিযান চালিয়ে রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. ফজলুল হক জানান, ২০১২ সালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই মামলায় ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহর (৩৪) আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখেন। এই সময়েও তিনি পলাতক ছিলেন।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি  দল গতকাল রোববার রাতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। তাঁর বাবার নাম মাহতাব উদ্দিন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।

গ্রেপ্তার মোশাররফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। এ ছাড়া তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত