Ajker Patrika

তুরাগে ৫০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার যুবক দুই দিনের রিমান্ডে 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৮: ২৪
তুরাগে ৫০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার যুবক দুই দিনের রিমান্ডে 

রাজধানীর তুরাগে ৫০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার রবিউল ইসলামের (২৮) বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে তুরাগের কামারপাড়া এলাকা থেকে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রবিউলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়। গুলির গায়ে ৭.৬৫ লেখা ছিল। 

গ্রেপ্তার রবিউল নরসিংদী জেলার মাধবদী উপজেলার চউয়া এলাকার মৃত চান মিয়ার ছেলে। 

তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া রবিউল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় একজনকেই আসামি করা হয়েছে। 

তিনি বলেন, আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ওসি মওদুত হাওলাদার আরও বলেন, জব্দ হওয়া গুলিগুলো ভারতের তৈরি ৭.৬৫ পিস্তলের।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত