Ajker Patrika

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২: ০০
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরের দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক মো. রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। তখন তিনি তাঁকে রিকশায় তুলতে গিয়ে দেখেন শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই রিকশাচালক ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে। 

নিহত যুবকের সঙ্গে একটি বাসের টিকিট পাওয়া গেছে। সেখানে থেকে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদে নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত