Ajker Patrika

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২১, ১৮: ১৫
প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া যুবক গ্রেপ্তার

মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ বা আইনজীবী সবার কাছেই করেছেন তদবির। সরকারি চাকরি, বদলি থেকে শুরু করে দলীয় ফান্ডের জন্য টাকা চাওয়া– কোনো কিছুই বাদ যায়নি। 

পুলিশের কাছে বেশ কয়েক দিন ধরেই অভিযোগ আসছিল, হোয়াটসঅ্যাপ ও মোবাইল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে তদবির করা হচ্ছে। বন ও পরিবেশ মন্ত্রী, বিভিন্ন জেলার প্রশাসক, আইনজীবী এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের কাছে টাকা দাবি করছিলেন এক ব্যক্তি।

কখনো ভয়েস কল, কখনো মেসেজের মাধ্যমে বিপ্লব বড়ুয়ার পরিচয়ে টাকা দাবি করা হতো। কুমিল্লা জেলার অ্যাডভোকেট কামাল হোসেনের কাছ থেকে দেড় লাখ টাকাও হাতিয়ে নেয় চক্রটি। ভুক্তভোগীরা জানান, কথা মতো টাকা দিতে অস্বীকার করলে ভয়ভীতি ও সম্মানহানী করার হুমকি দেওয়া হতো। পরিচয়দাতার সামাজিক অবস্থা বিবেচনায় অনেকেই বিভিন্ন পরিমাণ টাকা দিয়েছেন।

অবশেষে ধরা পড়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দেওয়া সেই ব্যক্তি। নাম গিয়াস উদ্দিন কবির (৩৯)। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ আজ রোববার ভোরে কুমিল্লা থেকে গিয়াসকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি সেলফোন ও সিম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

প্রতারণার বিষয়ে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত