Ajker Patrika

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ১০ নেতা-কর্মী রিমান্ডে 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: ১০ নেতা-কর্মী রিমান্ডে 

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ১০ জনের দুদিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফরিদুজ্জামান ও মো. আবুল বাশার। পরে বেলা ১২টার দিকে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। পরে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতা-কর্মীসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের পরদিন গুরুতর আহত যুবদল কর্মী শাওন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১ হাজার ৪০০ এর অধিক বিএনপি নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত