Ajker Patrika

অস্ত্র ও বিস্ফোরকসহ ছাত্রদলের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৯: ২৭
অস্ত্র ও বিস্ফোরকসহ ছাত্রদলের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার মামলায় জেলা ছাত্রদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করার দাবি করে সংস্থাটি।

আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ ও রূপগঞ্জ থানা ছাত্রদলের সদস্যসচিব মাসুদুর রহমান, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের কর্মী আরিফ ও তাওহীদ।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১২টি ককটেল ও ১০টি পেট্রলবোমা জব্দ করা হয়।

ব্রিফিংয়ে এসপি বলেন, গ্রেপ্তারকৃতরা রূপগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন, আড়াইহাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ঢাকায় নাশকতার কাজে জড়িত ছিল। আজ সোমবার ভোরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জব্দ করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য।আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার দায় স্বীকার করেছে। তাঁদের সঙ্গে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। গ্রেপ্তার না হলে আরও নাশকতা ঘটনোর পরিকল্পনা ছিল তাঁদের।

এদিকে গতকাল রোববার দুপুরে সুলতান ও মাসুদুরের সহযোগী আবু মাসুম ফেসবুকে পোস্ট দিয়ে চারজন আটক করার বিষয়টি প্রকাশ করেন। বিকেলেই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে চারজনকে পুলিশ তুলে নিয়ে গেছে দাবি করে তাঁদের সন্ধান চাওয়া হয়। এরপর আজ ভোরে তাঁদের গ্রেপ্তার করেছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত