নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিসে অবস্থানরত এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত ও মুদ্রাপাচার চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুর আকন ওরফে নাসির (৩৭)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডে ডিসি রোড এলাকার বাসিন্দা আব্দুল হক আকনের ছেলে।
গতকাল রোববার অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. হুমায়ুন কবির বলেন, গ্রিস প্রবাসী আবু ইউসুফ (২৬) নামের এক বাংলাদেশিকে অপহরণ করে চক্রের সদস্যরা। তাঁকে সাত থেকে আট দিন আটকে রেখে দেশে মা ও বড় ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা দেওয়ার জন্য একটি ব্যাংক হিসাব নম্বরও সরবরাহ করে। ভুক্তভোগী প্রবাসীর মা ও ভাই ২০১৯ সালে ২৮ নভেম্বর ওই অ্যাকাউন্ট নম্বরে ৩ লাখ ৭৫ হাজার টাকা দেন। পরে ভুক্তভোগীর মা সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দেন। সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানায়। বাংলাদেশ ব্যাংক প্রবাসীর পরিবারের অভিযোগের বিষয়টি অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিআইডি সদর দপ্তরে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠায়।
ওই প্রতিবেদনের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখা ব্যাংক হিসাবটির হিসাব বিবরণী নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধানকালে হিসাবটিতে বিভিন্ন সময়ে দেশি-বিদেশি মুদ্রা পাচারের ২৬ লাখ ৫১ হাজার টাকা লেনদেনের তথ্যসহ একটি চক্রের সন্ধান পায়। এ বিষয়ে রাজধানীর উত্তরা দক্ষিণখান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে অপহরণকারী চক্রের সদস্য ও পলাতক আসামি নাসিরকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি কর্মকর্তা হুমায়ুন কবির আরও জানান, এরই মধ্যে মামলাটি তদন্ত শেষে আসামি সাইফুর আকন ওরফে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
গ্রিসে অবস্থানরত এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত ও মুদ্রাপাচার চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুর আকন ওরফে নাসির (৩৭)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডে ডিসি রোড এলাকার বাসিন্দা আব্দুল হক আকনের ছেলে।
গতকাল রোববার অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. হুমায়ুন কবির বলেন, গ্রিস প্রবাসী আবু ইউসুফ (২৬) নামের এক বাংলাদেশিকে অপহরণ করে চক্রের সদস্যরা। তাঁকে সাত থেকে আট দিন আটকে রেখে দেশে মা ও বড় ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা দেওয়ার জন্য একটি ব্যাংক হিসাব নম্বরও সরবরাহ করে। ভুক্তভোগী প্রবাসীর মা ও ভাই ২০১৯ সালে ২৮ নভেম্বর ওই অ্যাকাউন্ট নম্বরে ৩ লাখ ৭৫ হাজার টাকা দেন। পরে ভুক্তভোগীর মা সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দেন। সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানায়। বাংলাদেশ ব্যাংক প্রবাসীর পরিবারের অভিযোগের বিষয়টি অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিআইডি সদর দপ্তরে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠায়।
ওই প্রতিবেদনের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখা ব্যাংক হিসাবটির হিসাব বিবরণী নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধানকালে হিসাবটিতে বিভিন্ন সময়ে দেশি-বিদেশি মুদ্রা পাচারের ২৬ লাখ ৫১ হাজার টাকা লেনদেনের তথ্যসহ একটি চক্রের সন্ধান পায়। এ বিষয়ে রাজধানীর উত্তরা দক্ষিণখান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে অপহরণকারী চক্রের সদস্য ও পলাতক আসামি নাসিরকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি কর্মকর্তা হুমায়ুন কবির আরও জানান, এরই মধ্যে মামলাটি তদন্ত শেষে আসামি সাইফুর আকন ওরফে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫