Ajker Patrika

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০: ১৭
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

মাদারীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় অভিযুক্ত জিসান মাতুব্বরের (২২) নামে মামলাটি করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। 

জেলা সদর হাসপাতালে এরই মধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দিও দিয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ছয় মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কিরণ মাতুব্বরের ছেলে জিসান ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে হত্যার হুমকি দিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভয়ে ১২ বছরের মেয়েটি বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। সম্প্রতি পেটে ব্যথা হলে পরিবারের লোকজন সদর উপজেলার কালিরবাজার এলাকার মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। প্রথমে টিউমার মনে হলেও চিকিৎসক রেজাউল করিম রেজা আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দিলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। স্থানীয় মাতবরদের জানানোর পর থেকে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পরে থানায় মামলা করে পরিবার। 

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার বলেন, আসামিদের ধরতে চলছে অভিযান। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থী আদালতে ২২ ধারা মোতাবেক জবানবন্দিও দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত