Ajker Patrika

নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যবসার কথা বলে এক প্রবাসীর স্ত্রীকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। 

আজ রোববার সকালে ভুক্তভোগী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন, একই এলাকার বাসিন্দা মানিক (৪০) ও মানিকের অজ্ঞাত এক ম্যানেজার। 

এর আগে মঙ্গলবার (১০ মে) আড়াইহাজারের এই ঘটনা ঘটে। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের ৯ বছরের একটি সন্তান রয়েছে। তিন মাস পূর্বে তাঁর স্বামী বিদেশে অসুস্থ হয়ে পড়েন। এতে তাঁর সংসারে খরচ পাঠানো বন্ধ হয়ে যায়। এরই মাঝে বোরকা ও হিজাব ব্যবসায়ী মানিকের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। ভুক্তভোগী পাইকারি পণ্য কিনে ব্যবসা করার আগ্রহ দেখান। ঘটনার বেলা ১২টায় মানিক পণ্য কেনার জন্য ওই গৃহবধূকে গোডাউন থেকে কাপড় নিয়ে যাওয়ার জন্য ডাকেন। ওই ব্যবসায়ীর কথামতো চলে আসেন তিনি। এরপর তাঁকে বাড়ির ভেতর ঢুকিয়েই কলাপসিবল গেট বন্ধ করে দেন। বিষয়টি আঁচ করতে পেরে মোবাইলে যোগাযোগে চেষ্টা করলে সেটি কেড়ে নেন এবং পরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। 

একই সময় মানিকের ম্যানেজার পরিচয় দিয়ে আরেকজন উপস্থিত সেখানে উপস্থিত হন। পুরো ঘটনার ভিডিও ধারণের করেছেন দাবি করে এবং সেটি প্রকাশের ভয় দেখিয়ে পুনরায় ওই গৃহবধূকে অজ্ঞাত ওই ম্যানেজার। এরপর দুপুর ৩টার দিকে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে রোববার থানায় মামলা দায়ের করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ভুক্তভোগী নারী ভিন্ন জেলা থেকে ব্যবসার জন্য এসে ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত