নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে করোনা টিকার মেসেজ পাইয়ে দেবে বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল হক, ইমরান হোসেন, সাইফুল ইসলাম ও দুলাল।
সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, করোনা টিকা দ্রুত নিতে মেসেজ পাইয়ে দেবে বলে প্রতারক চক্রটি প্রতি ভুক্তভোগীর কাছ থেকে আড়াই থেকে ৫ হাজার টাকা করে নিত। এ সম্পর্কিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সন্ধ্যায় মুগদা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন বলেন, যে হাসপাতালেই টিকা দেওয়া হচ্ছে, সেখানেই ঘোরাঘুরি করতেন এ চক্রের সদস্যেরা। তাঁদের টার্গেট ছিল প্রবাসীরা, যারা টিকার মেসেজ পাওয়া নিয়ে বেশ জটিলতায় ভুগছেন। টিকার নিবন্ধন করেও মেসেজ পাননি—এমন ব্যক্তিদের টিকার মেসেজ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করতেন। র্যাবের দাবি, এই প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন দুই শতাধিক ব্যক্তি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মুগদা, রমনা, শেরেবাংলানগর, মিরপুর, মহাখালী এলাকার বিভিন্ন হাসপাতালের স্টোর কিপার ও যারা এসএমএস পাঠায়, তাদের যোগসাজশে এসব কাজ করতেন। চক্রটির হোতা ছিলেন নুরুল হক। অবৈধভাবে দীর্ঘদিন প্রবাসে থেকে ২০১৮ সালে দেশে এসে আর যেতে পারেননি। ইমরান হোসেন একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। সাইফুল ইসলাম একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন তিনি। আর দুলাল একটি সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে নিযুক্ত।
রাজধানীতে করোনা টিকার মেসেজ পাইয়ে দেবে বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল হক, ইমরান হোসেন, সাইফুল ইসলাম ও দুলাল।
সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, করোনা টিকা দ্রুত নিতে মেসেজ পাইয়ে দেবে বলে প্রতারক চক্রটি প্রতি ভুক্তভোগীর কাছ থেকে আড়াই থেকে ৫ হাজার টাকা করে নিত। এ সম্পর্কিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সন্ধ্যায় মুগদা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন বলেন, যে হাসপাতালেই টিকা দেওয়া হচ্ছে, সেখানেই ঘোরাঘুরি করতেন এ চক্রের সদস্যেরা। তাঁদের টার্গেট ছিল প্রবাসীরা, যারা টিকার মেসেজ পাওয়া নিয়ে বেশ জটিলতায় ভুগছেন। টিকার নিবন্ধন করেও মেসেজ পাননি—এমন ব্যক্তিদের টিকার মেসেজ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করতেন। র্যাবের দাবি, এই প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন দুই শতাধিক ব্যক্তি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মুগদা, রমনা, শেরেবাংলানগর, মিরপুর, মহাখালী এলাকার বিভিন্ন হাসপাতালের স্টোর কিপার ও যারা এসএমএস পাঠায়, তাদের যোগসাজশে এসব কাজ করতেন। চক্রটির হোতা ছিলেন নুরুল হক। অবৈধভাবে দীর্ঘদিন প্রবাসে থেকে ২০১৮ সালে দেশে এসে আর যেতে পারেননি। ইমরান হোসেন একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। সাইফুল ইসলাম একটি সরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন তিনি। আর দুলাল একটি সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে নিযুক্ত।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫