Ajker Patrika

নিয়োগ পরীক্ষায় প্রতারণা, ৭ জনকে পুলিশে দিল ইসি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৬: ০৯
নিয়োগ পরীক্ষায় প্রতারণা, ৭ জনকে পুলিশে দিল ইসি 

অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে সাতজনকে পুলিশে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

মো. আশাদুল হক জানান, ইসি সচিবালয়ের অফিস সহায়ক পদে গত ৩১ মার্চ এমসিকিউ এবং ১৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় কিছু পরীক্ষার্থী প্রতারণার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রশ্নোত্তরে লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে তাদের বক্তব্যের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় তাদের হাতের লেখা পরীক্ষা করা হয়। 

মো. আশাদুল হক জানান, পরীক্ষার পর তাদের হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের হাতের লেখার অমিল পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় এজাহার দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত সাতজনকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করা হয়েছে। 

পুলিশে দেওয়া ব্যক্তিরা হলেন—হাফিজুর রাহমান, মো. ইরাম মিয়া, রিপন ইসলাম, পলাশ চন্দ্র, মো. তারিকুজ্জামান, মো. নূর মোহাম্মাদ এবং মো. আব্দুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত