সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে দুটি মোটরসাইকেলসহ অর্ধশতাধিক মোবাইল ও নগদ টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা। গত রোববার অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে।
উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই সম্মেলন থেকে আমার ১০ হাজার ৭০০ নগদ টাকা, প্রতিমা বংকী পশ্চিমপাড়া গ্রামের যুবলীগ নেতা শহীদ পাশার অ্যান্ড্রয়েড মোবাইল, সিলিমপুর গ্রামের বাদল হোসেনের অ্যান্ড্রয়েড মোবাইল, বোয়ালী গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের প্রায় ২৫ হাজার টাকা ও একটি মোবাইল, দেওবাড়ী এলাকার একজনের ১২ হাজার টাকাসহ আরও একাধিক লোকের মোবাইল চুরি হয়েছে।
শাহাদত হোসেনের ধারণ, সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় জানিয়ে কোনো লাভ হবে না ভেবে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে জিডি করেননি।
সখীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, মিছিলের ভেতর থেকে বের হয়ে খেয়াল করি আমার ২৫ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নেই। তবে আমি থানায় জিডি করেনি।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু বলেন, সম্মেলনে গিয়ে আমার ২৭ হাজার টাকার একটি মোবাইল হারিয়েছি। পরে জানতে পারি ছাত্রলীগ নেতা কামাল আহম্মেদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হান্নানসহ অনেক নেতাকর্মীর মোবাইলও হারিয়ে গেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া উপজেলার কালমেঘা গ্রামের জুয়েল রানা ও রাসেল আল মামুনের মোটরসাইকেলও চুরি হয়েছে। মোটরসাইকেল চুরির বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল হারিয়ে যেতে পারে। তবে ঘটনাগুলো চুরি কি না, তা খতিয়ে দেখা হবে।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে দুটি মোটরসাইকেলসহ অর্ধশতাধিক মোবাইল ও নগদ টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা। গত রোববার অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে।
উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই সম্মেলন থেকে আমার ১০ হাজার ৭০০ নগদ টাকা, প্রতিমা বংকী পশ্চিমপাড়া গ্রামের যুবলীগ নেতা শহীদ পাশার অ্যান্ড্রয়েড মোবাইল, সিলিমপুর গ্রামের বাদল হোসেনের অ্যান্ড্রয়েড মোবাইল, বোয়ালী গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের প্রায় ২৫ হাজার টাকা ও একটি মোবাইল, দেওবাড়ী এলাকার একজনের ১২ হাজার টাকাসহ আরও একাধিক লোকের মোবাইল চুরি হয়েছে।
শাহাদত হোসেনের ধারণ, সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় জানিয়ে কোনো লাভ হবে না ভেবে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে জিডি করেননি।
সখীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, মিছিলের ভেতর থেকে বের হয়ে খেয়াল করি আমার ২৫ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নেই। তবে আমি থানায় জিডি করেনি।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু বলেন, সম্মেলনে গিয়ে আমার ২৭ হাজার টাকার একটি মোবাইল হারিয়েছি। পরে জানতে পারি ছাত্রলীগ নেতা কামাল আহম্মেদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হান্নানসহ অনেক নেতাকর্মীর মোবাইলও হারিয়ে গেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া উপজেলার কালমেঘা গ্রামের জুয়েল রানা ও রাসেল আল মামুনের মোটরসাইকেলও চুরি হয়েছে। মোটরসাইকেল চুরির বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল হারিয়ে যেতে পারে। তবে ঘটনাগুলো চুরি কি না, তা খতিয়ে দেখা হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২০ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫