Ajker Patrika

সখীপুরে আ.লীগের সম্মেলনে দুটি মোটরসাইকেলসহ অর্ধশতাধিক মোবাইল চুরির অভিযোগ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
সখীপুরে আ.লীগের সম্মেলনে দুটি মোটরসাইকেলসহ অর্ধশতাধিক মোবাইল চুরির অভিযোগ 

টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে দুটি মোটরসাইকেলসহ অর্ধশতাধিক মোবাইল ও নগদ টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা। গত রোববার অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে। 

উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই সম্মেলন থেকে আমার ১০ হাজার ৭০০ নগদ টাকা, প্রতিমা বংকী পশ্চিমপাড়া গ্রামের যুবলীগ নেতা শহীদ পাশার অ্যান্ড্রয়েড মোবাইল, সিলিমপুর গ্রামের বাদল হোসেনের অ্যান্ড্রয়েড মোবাইল, বোয়ালী গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের প্রায় ২৫ হাজার টাকা ও একটি মোবাইল, দেওবাড়ী এলাকার একজনের ১২ হাজার টাকাসহ আরও একাধিক লোকের মোবাইল চুরি হয়েছে। 

শাহাদত হোসেনের ধারণ, সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে কৌশলে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় জানিয়ে কোনো লাভ হবে না ভেবে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে জিডি করেননি। 

সখীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, মিছিলের ভেতর থেকে বের হয়ে খেয়াল করি আমার ২৫ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নেই। তবে আমি থানায় জিডি করেনি। 

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু বলেন, সম্মেলনে গিয়ে আমার ২৭ হাজার টাকার একটি মোবাইল হারিয়েছি। পরে জানতে পারি ছাত্রলীগ নেতা কামাল আহম্মেদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হান্নানসহ অনেক নেতাকর্মীর মোবাইলও হারিয়ে গেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া উপজেলার কালমেঘা গ্রামের জুয়েল রানা ও রাসেল আল মামুনের মোটরসাইকেলও চুরি হয়েছে। মোটরসাইকেল চুরির বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল হারিয়ে যেতে পারে। তবে ঘটনাগুলো চুরি কি না, তা খতিয়ে দেখা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত