Ajker Patrika

চনপাড়ায় ‘সন্ত্রাসীদের দুই পক্ষে’ গোলাগুলি, আহত ৩

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৪: ০১
চনপাড়ায় ‘সন্ত্রাসীদের দুই পক্ষে’ গোলাগুলি, আহত ৩

নারায়ণগঞ্জের চনপাড়ায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মো. সানি (১৭), মো. পারভেজ (২১) ও মো. রুমান মিয়া (১৮)। তিনজন বিভিন্ন কারখানায় কাজ করেন।

আহতরা বলেন, তাঁরা চনপাড়ায় থাকেন। সকালে স্থানীয় জয়নাল গ্রুপ আর শমসের-শাহবুদ্দিন-রায়হান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সেখান দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তাঁরা। সংঘর্ষের কারণ সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সম্রাট ও রুমান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আর সানির ঊরুতে গুলি বিদ্ধ হয়। তাঁর অবস্থা গুরুতর।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকার। তাৎক্ষণিকভাবে থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত